Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Horoscope

1 year ago

Rashifal: আজ দ্বিপুষ্কর যোগ, বজরংবলীর আশীর্বাদে সব বাধা কাটিয়ে সাফল্য ৫ রাশির

Today Dpushkar Yoga, Bajrangbali blessings overcome all obstacles and success is 5
Today Dpushkar Yoga, Bajrangbali blessings overcome all obstacles and success is 5

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আগামিকাল ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার দোল পূর্ণিমার পরের দিন প্রতিপদ তিথি। বৈদিক পঞ্জিকা অনুসারে কাল থেকেই শুরু হবে চৈত্র মাস। তবে বাংলা পঞ্জিকা অনুযায়ী মীন সংক্রান্তি থেকেই চৈত্র শুরু হয়ে গিয়েছে। এদিন চাঁদ প্রথমে কন্যা রাশিতে অবস্থান করবে ও পরে কন্যা ত্যাগ করে তুলা রাশিতে গোচর করবে। আগামিকাল অনেকগুলি শুভ যোগ থাকবে। এগুলি হল দ্বিপুষ্কর যোগ, ধ্রুব যোগ, বুধাদিত্য রাজযোগ ও শশ যোগ। জ্যোতিষ অনুসারে মঙ্গলবার হল বজরংবলীর প্রিয় দিন। এদিন রামভক্ত হনুমানের আরাধনা করে তাঁর আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। এর পাশাপাশি কাল মঙ্গলবারে থাকবে প্রথমে হস্ত নক্ষত্র ও পরে চিত্রা নক্ষত্রের প্রভাব। জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে গ্রহ নক্ষত্রের এই সব শুভ যোগের কারণে কালকের দিনটি বেশ লাভজনক হবে কোনও কোনও রাশির জাতকদের জন্য। জেনে নিন কাল মঙ্গলবার জ্যোতিষ গণনা অনুসারে সৌভাগ্য লাভ করবেন কোন পাঁচ রাশির জাতকরা।

২৬ মার্চ মেষ রাশিফল​

জ্যোতিষ গণনা বলছে যে কাল বজরংবলীর কৃপায় ভাগ্য খুলবে মেষ রাশির জাতকদের। কাল ব্যবসায় আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন আপনি। আগামিকাল মোটা টাকা লাভ হতে পারে আপনার। কাল নিজের অনেক দিনের মনের কোনও ইচ্ছে পূরণ হতে পারে আপনার। পরিবারের সঙ্গে কাল খুব সুখের সময় কাটাবেন মেষ রাশির জাতকরা।

২৬ মার্চ মিথুন রাশিফল​

আগামিকাল মঙ্গলবার লাভজনক দিন হবে মিথুন রাশির জাতকদের জন্য। চিত্রা নক্ষত্রের প্রভাবে কাল সব কাজেই সাফল্য লাভ করবেন আপনি। পুরনো কোনও ঋণ থাকলে, সেই দেনাও কাল শোধ করে ফেলতে পারবেন। ব্যবসায় কাল বিশেষ কোনও চুক্তি সই করতে পারেন মিথুন রাশির জাতকরা। কাল আপনার পরিবারে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে।

২৬ মার্চ কর্কট রাশিফল

২৬ মার্চ দিনটি শুভ ফল নিয়ে আসবে কর্কট রাশির জাতকদের জন্য। কাল দ্বিপুষ্কর যোগ প্রভাবে আপনি অফিসে উন্নতি করার বিশেষ সুযোগ পাবেন। পেশাগত জীবনে এমন কারোর সঙ্গে আলাপ হবে, যে পরিচয় আপনার জন্য লাভজনক হতে চলেছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে সমাজ আপনার সম্মান বাড়বে। কাল কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

২৬ মার্চ মকর রাশিফল

কাল মঙ্গলবারে বৃদ্ধি যোগের প্রভাবে সব বিষয়ে পজিটিভ ফল পাবেন মকর রাশির জাতকরা। কাল সম্পত্তি থেকে মোটা টাকা আয় করতে পারার যোগ আছে। ব্যবসায়ীরাও বিদেশ থেকে অর্থাগমের সুযোগ পাবেন। কোনও সামাজিক অনুষ্ঠানে কাল অংশ নিতে পারেন মকর রাশির জাতকরা। শ্বশুরবাড়ির দিক থেকে কোনও শুভ খবর লাভ করতে পারেন।

২৬ মার্চ মীন রাশিফল​

কালকের দিনটি বজরংবলীর কৃপায় দারুণ লাভজনক হবে মীন রাশির জাতকদের জন্য। কাল বেশ কিছু টাকা আপনি সঞ্চয় করে ফেলতে পারবেন। আগামিকাল কেরিয়ারে আরও ভালো কোনও সুযোগ পেতে পারেন মীন রাশির জাতকরা। আপনার করা পরিশ্রমের ফল আপনি নিশ্চয় পাবেন। জীনসঙ্গীর পরামর্শ করে সিদ্ধান্ত নিলে তা আপনার জন্য লাভজনক হবে।


You might also like!