Horoscope

3 months ago

Horoscope Today: সূর্যের অবস্থান মীন রাশিতে, কোন রাশির ভাগ্য খুলছে? জেনে নিন আজকের রাশিফল!

Horoscope Today
Horoscope Today

 

১) মেষ রাশিঃ আজ মানসিক চঞ্চলতা এবং অস্থিরতা বাড়বে মেষ রাশির জাতকদের। অফিসে আপনার বিপক্ষে থাকা ব্যক্তিকে মানিয়ে নিয়ে চললে উন্নতি করতে পারবেন। ব্যবসা লাভজনক হবে। গুরুত্বপূর্ণ নথি ও কাগজ সাবধানে রাখুন। চাকরিপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসবে। রাজনৈতিক ব্যক্তিদের সুনাম ও পরিচিতি বাড়বে।

২) বৃষ রাশিঃ প্রযুক্তি ও শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ ভালো দিন কাটবে। জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। শত্রু বৃদ্ধি হতে পারে এবং প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অপ্রিয় সত্য বললে সমস্যা আরও জটিল হবে। কাঠ এবং লোহার ব্যবসায় আজ উন্নতির যোগ আছে। জীবনসঙ্গীর শরীর-স্বাস্থ্য উদ্বেগ বাড়াবে।

৩) মিথুন রাশিঃ আজ নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। সঠিক বন্ধু নির্বাচন না করলে ঠকতে হতে পারে। নতুন করে প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। সাধারণ অসুখ আপনার জন্য বড় আকার নিতে পারে। আজ ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। কর্মক্ষেত্রে বিরোধিতার মুখে পড়তে পারেন। আয়ের থেকে ব্যয় বাড়বে।

৪) কর্কট রাশিঃ আজ চলাফেরায় সতর্ক থাকুন। পড়ে গিয়ে হাড়ে আঘাত পেতে পারেন। দাম্পত্য জীবনে আকস্মিক মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সঠিক সুযোগের সদ্ব্যবহার করতে না পারলে তা হাতছাড়া হতে পারে। খাদ্য, বস্ত্র ও পর্যটন ব্যবসা লাভজনক হবে। মামলা-মোকদ্দমা বা আইনি কারণে অর্থ ব্যয় হতে পারে।

৫) সিংহ রাশিঃ আজ সাংসারিক বিষয়ে উৎকণ্ঠা বাড়বে। আত্মীয়দের ব্যবহারে কষ্ট পেতে পারেন। খনিজ ব্যবসায় উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা আসলেও তা সমাধান হবে। স্নায়ুর রোগে কষ্ট পেতে পারেন। সব দিক পর্যবেক্ষণ করে তবেই আজ লগ্নি করা উচিত হবে। পার্টনারশিপ ব্যবসা থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

৬) কন্যা রাশিঃ পুরোনো অসুখে নতুন করে কষ্ট পেতে পারেন। বুদ্ধির জোরে আজ হঠাৎ আসা বিপদ কাটিয়ে উঠবেন। রাজনৈতিক ব্যক্তিদের থেকে আজ দূরত্ব বজায় রাখুন। নিয়ম মাফিক খাওয়া-দাওয়ার অভাবে শারীরিক কষ্ট বাড়বে। কর্মক্ষেত্রে বহুদিন ধরে যে যোগাযোগ সম্ভব হচ্ছিল না, আজ তা ফলপ্রসু হবে।

৭) তুলা রাশিঃ আজ ঠান্ডা লেগে কষ্ট পেতে পারেন। অবিবাহিতদের বিবাহ সম্বন্ধ পাকা হতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগ বাড়বে। কর্মক্ষেত্রে অযথা গোলযোগের মুখে পড়তে পারেন। গুরুজনদের সঙ্গে মতপার্থক্য হতে পারে। আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় করুন, না হলে সমস্যা হতে পারে।

৮) বৃশ্চিক রাশিঃ আজ প্রাপ্য টাকা আটকে যেতে পারে বৃশ্চিক রাশির জাতকদের। পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক বা আইনগত কাজে আজ বাধা আসতে পারে। কর্মপ্রার্থীরা নতুন কাজের সুযোগ পেতে পারেন। অর্থাগম মোটামুটি হবে। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে।

৯) ধনু রাশিঃ চাকরিজীবিদের কর্মস্থলে আজ কাজের চাপ বাড়বে। দাম্পত্যে মতান্তর আসতে পারে। উচ্চশিক্ষায় বাধার মুখে পড়তে পারেন। বিজ্ঞাপনী চমকে প্রভাবিত হবেন না, না হলে প্রতারিত হতে পারেন। কর্মসূত্রে বিদেশ যাত্রা হতে পারে ধনু রাশির জাতকদের।

১০) মকর রাশিঃ চাকরি নিয়ে আজ হতাশা বাড়বে মকর রাশির জাতকদের। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হবে। মায়ের সাময়িক অসুস্থতার যোগ রয়েছে। রাজনীতিবিদদের তর্কবিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। শিল্পী, ইন্টিরিয়ার ডেকোরেটর ও যে কোনও শৌখিন কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আর্থিক ভাবে লাভবান হবেন।

১১) কুম্ভ রাশিঃ আজ ব্যয় বৃদ্ধির যোগ আছে। হঠকারী সিদ্ধান্ত নেওয়ায় ক্ষতির সম্ভাবনা থাকছে। সঞ্চিত অর্থ আজ খরচ হতে পারে। বাড়িতে বন্ধু সমাগম হতে পারে। ব্যবসায় নতুন কর্মদ্যোম ও পরিকল্পনায় আজ সাফল্য পাবেন। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা কষ্টকর হবে।

১২) মীন রাশিঃ আইনি জটিলতার অবসান হবে। ফাটকা ব্যবসায় অপ্রত্যাশিত লাভ হতে পারে মীন রাশির জাতকদের। প্রভাবশালী প্রতিবেশীর সহায়তা পেতে পারেন। শরীরের নিম্নাংশে আঘাত লাগতে পারে। বাড়ির কোনও বয়স্ক ব্যক্তির স্বাস্থ্যহানির যোগ রয়েছে।

You might also like!