Breaking News
 
Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়!

 

Horoscope

1 year ago

Magh Purnima 2024: মাঘী পূর্ণিমায় মা লক্ষ্মী আসতে চলেছেন ৫ রাশির ঘরে!

Magh Purnima 2024
Magh Purnima 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ২৪ ফেব্রুয়ারি পালিত হবে মাঘী পূর্ণিমা। হিন্দু ধর্মে এই দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এদিন গঙ্গা স্নান, উপবাস ও দানধ্যান করে থাকেন অনেক ধর্মপ্রাণ মানুষ। জ্যোতিষ অনুসারে এই মাঘী পূর্ণিমাতে মা লক্ষ্মীক আশীর্বাদ বর্ষিত হবে চার রাশির জাতকদের উপর।

মেষ রাশি​

মাঘী পূর্ণিমায় মহালক্ষ্মীর আশীর্বাদে সৌভাগ্যের দ্বার খুলতে চলেছে মেষ রাশির জাতকদের। আপনি মেষ রাশির জাতক হলে শিগগিরই এমন কারোর সাক্ষাত্‍ পাবেন, যিনি আপনার জীবন পুরোপুরি বদলে দেবেন। জীবনের সব ক্ষেত্রে এই সময় সাফল্য পাবেন আপনি। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা পছন্দমতো চাকরি পেতে পারেন। অফিসে পদোন্নতি হওয়ার যোগ আছে। সন্তান সুখ লাভ করতে পারেন।

​কর্কট রাশি​

আগামী মাঘী পূর্ণিমা সৌভাগ্যে পূর্ণ হতে চলেছে কর্কট রাশির জাতকদের জন্য। এই সময় আপনি কোনও বিশেষ পুরস্কার বা উপহার পেতে পারেন। মা লক্ষ্মীর আশীর্বাদে এই সময় প্রচুর অর্থলাভ করার সুযোগ পাবেন আপনি। সঙ্গীর কাছ থেকেও প্রচুর ভালোবাসা পাবেন। দাম্পত্য জীবনে সুখ বাড়বে। পরিবার ও বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার যোগ আছে।

কন্যা রাশি

আগামী মাঘী পূর্ণিমায় মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে কন্যা রাশির জাতকদের উপর। আপনার জীবনে এই সময় খুব বড় কোনও পরিবর্তন আসবে। প্রচুর আর্থিক লাভ হওয়ার যোগ রয়েছে কন্যার জাতকদের সামনে। এই সময় মা লক্ষ্মীর আগমন হতে পারে আপনার ঘরে। দেবীর কৃপায় সুখ ও সম্পদে ভরে উঠবে আপনার সংসার। সব সমস্যা কাটিয়ে সাফল্য লাভ করবেন আপনি। চাকরি সংক্রান্ত খুব ভালো কোনও খবর পাবেন।

তুলা রাশি​

সৌভাগ্য লক্ষ্মীর আশীর্বাদে মাঘী পূর্ণিমা থেকে অর্থভাগ্যে দারুণ চমক লাগবে তুলা রাশির জাতকদের জীবনে। আপনার সব পরিশ্রমের ফল এবার পাবেন। কর্মক্ষেত্রে নিজের দক্ষতার প্রশংসা ও স্বীকৃতি পাবেন তুলা রাশির জাতকরা। আপনি কল্পনাও করেননি এমন কোনও বড় পরিবর্তন আপনার জীবনে আনতে চলেছেন মা লক্ষ্মী। ব্য়বসা আরও বাড়বে এবং সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে তুলা রাশির জাতকদের।

কুম্ভ রাশি​

এই পূর্ণিমা তিথিতে কুম্ভ রাশির জাতকদের উপর অত্যন্ত প্রসন্ন থাকবেন মা লক্ষ্মী। তাঁর আশীর্বাদে সুখ ও সমৃদ্ধি উপচে পড়বে আপনার সংসারে। শিগগিরই কোনও নতুন কাজে হাক দিতে পারেন আপনি। আর্থিক পরিস্থিতিতে উন্নতির জোয়ার আসবে। পরিবারে সুখ ও শান্তি থাকবে। ব্যবসায় আর্থিক লাভ বাড়বে। কর্মসূত্রে বা উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন হতে পারে। মা লক্ষ্মীর আশীর্বাদে সব কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন।

You might also like!