Breaking News
 
Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে!

 

Horoscope

1 year ago

Cancer Love Characteristics: আপনার সঙ্গী কি কর্কট রাশির জাতক? পাশে পাবেন সারা জীবন

Cancer Love Characteristics
Cancer Love Characteristics

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভ্যালেন্টাইনস ডে সামনেই। আপনি যদি কর্কট রাশির জাতকের সঙ্গে ডেট করেন, বা কোনও কর্কট রাশির জাতকের উপর ক্রাশ থাকে, তাহলে প্রেম দিবসের আগেই জেনে নিন, তিনি ঠিক কেমন মানুষ। কর্কটের জাতকের চরিত্রের এই দিকগুলি জেনে রাখা আপনার জন্য জরুরি।

কর্কট রাশির জাতকদের চরিত্রের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল তাঁদের আবেগপ্রবণতা। এরা যেমন ইমোশনাল, তেমনই সেনসিটিভ। সে কারণে যে কোনও ইস্যুতে একটু বেশিই চিন্তাভাবনা করেন এরা। ছোটখাটো সমস্যাতেও বেশিই কাতর হয়ে পড়েন কর্কট রাশির জাতকরা। সেই সময় এরা একা সময় কাটাতে ভালোবাসেন।

সঙ্গীর প্রতি একটু বেশিই আশাবাদী হন কর্কট রাশির জাতকরা। এরা সঙ্গীকে মন প্রাণ ঢেলে ভালোবাসেন এবং আশা করেন সঙ্গীও ঠিক সেভাবেই ভালোবাসবেন। সেই ভালোবাসায় একটুও খামতি দেখা দিলে অভিমান করেন এরা। কর্কট রাশির জাতকদের সঙ্গীর পছন্দ অপছন্দ সবথেকে বড় প্রায়োরিটি। সঙ্গীর সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে এরা ভালোবাসেন।

কর্কট রাশির জাতকের সঙ্গে ডেটে গেলে দারুণ সুন্দর একটা সন্ধে আপনি কাটাতে পারবেন। সঙ্গীর সঙ্গে ডেট নাইটের স্মৃতি যাতে সারা জীবন মনে রাখার মতো হয়, তা নিশ্চিত করতে সবকিছু করতে রাজি থাকেন কর্কট রাশির জাতকরা। অ্যারোম্যাটিক ক্যান্ডেল, নিজের হাতে তৈরি রান্না, সফট মিউজিক - বলিউডের সিনেমার মতো পরিবেশ তৈরি করতে পারেন এরা।

সঙ্গীর সঙ্গে শারীরিক সান্নিধ্য নিয়ে অত্যন্ত উত্‍সাহিত থাকেন কর্কট রাশির জাতকরা। বিছানায় সঙ্গীর পছন্দ অপছন্দের দিকে এদের সজাগ নজর থাকে। বেডরুমে হালকা মোমবাতির আলো, লাইট মিউজিক দিয়ে আগে মুড তৈরি করেন এরা। ফোরপ্লে ভালোবাসেন কর্কট রাশির জাতকরা। তবে ওয়ান নাইট স্ট্যান্ডে এরা মোটেও বিশ্বাসী নন।

কর্কট রাশির অধিপতি গ্রহ হল চাঁদ। চাঁদের প্রভাবে এরা সব সময় কিছুটা নিরাপত্তার অভাবে ভোগেন। সব সময় সঙ্গীকে হারানোর ভয় এদের মনে কাজ করে। সেই কারণে এরা সব সময় সঙ্গীকে আগলে রাখতে চান।

আপনার মনের মানুষ যদি কর্কট রাশির জাতক হন, তাহলে জীবনের সব বিপদে যে কোনও সময় তাঁকে পাশে পাবেন। তিনি কখনোই আপনাকে একলা ফেলে যাবেন না। সঙ্গীর মুখের হাসি দেখতে কর্কটের জাতকরা সবকিছু করতে পারেন।

You might also like!