Horoscope

6 months ago

Horoscope:জুনের শেষ সপ্তাহে ত্রিগ্রহী যোগের প্রভাব, আপনার ভাগ্যে কি আছে

Horoscope
Horoscope

 

মেষ: ব্যক্তিগত ক্ষেত্রে আজ আপনার ভাগ্য সহায় থাকবে না। কাজেই আপনাকে প্রিয়তমের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে । শান্ত ও চাপমুক্ত থাকতে সঙ্গীত আপনাকে সাহায্য করবে । সঙ্গীকে আপনার ভাবনা চিন্তার কথা জানান । আর্থিক দিক থেকে দিনটি আপনার জন্য শুভ । আপনি যদি ইচ্ছুক থাকেন তাহলে আপনি বাড়তি উপার্জন করতে পারবেন । বড় প্রকল্প শুরু করার জন্য আজকের দিনটি আদর্শ ৷


বৃষ: আপনার সঙ্গীর সঙ্গে মতপার্থক্য হতে পারে, এমন কী বিবাদ বাঁধতে পারে ৷ কাজেই সম্পর্কের বিষয়টি আপনাকে সতর্কতার সঙ্গে সামলাতে হবে । সমঝোতাই হল সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি কথাটি মাথায় রাখবেন ৷ দীর্ঘদিনের সমস্যা সমাধান করার চেষ্টা করুন ৷ আর্থিক দিক থেকে দিনটি আপনার জন্য আদর্শ নাও হতে পারে । আজ আপনি কিছু গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারেন । সমস্যা এড়াতে আপনি অন্যদের থেকে সাহায্য পাওয়ার চেষ্টা করবেন ৷ যদি না পান তাহলে হতাশ হবেন না ৷ কৌশলে তা মেটানোর চেষ্টা করুন ৷ সবমিলিয়ে আজকের দিনটি আপনার উদ্বেগের সঙ্গেই কাটবে ৷


মিথুন: ব্যক্তিগত ক্ষেত্রে আনুগত্য সংক্রান্ত বিষয়গুলি হয়তো আপনাকে খুব সাবধানে সামলাতে হবে । সম্পর্ক যাতে দীর্ঘস্থায়ী হয় তা নিশ্চিত করাকে প্রাধান্য দিতে হবে । আপনার সঙ্গীকে বিশ্বাস করে স্বাধীনতা দেন তাতে সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়তে পারে ৷ আজকে হয়ত আপনি আপনার আর্থিক শৌর্য দেখাতে চাইবেন ও সেই কারণে নিজের ভাবমূর্তির পরিবর্তন করবেন । জলের মতো টাকা খরচ করে আপনি অন্যদের মুগ্ধ করতে চাইবেন । তাই আপনাকে আয় বুঝে ব্যয়ের পরামর্শ দেওয়া হচ্ছে ৷


কর্কট: ব্যক্তিগত জীবনের ব্যাপারে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে । আপনি শুধু ভালো সময় আসার জন্য অপেক্ষা করতে পারেন । স্পর্শকাতর বিষয় সামলানোর সময় ধৈর্যশীল থাকুন । আজ আপনি সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্কের ওপরে মনোযোগ দেবেন, তারা আপনাকে উপার্জনের রাস্তা বাতলাতে পারবেন । আপনার যদি আজ টাকার প্রয়োজন হয়, তাহলে ঋণের আবেদন করলে তা মঞ্জুর হবে ।


সিংহ: আজ প্রিয়তমের প্রতি আপনি খুবই আকৃষ্ট হবেন । আপনি কর্তৃত্ব ফলাবেন না, কিন্তু আপনি সম্ভবত আপনার ভালোবাসার মানুষটির যত্ন করবেন ৷ অভিনব উপায়ে আপনার প্রেমের কথা প্রকাশ করবেন ৷ তার ফল খুবই উৎসাহব্যঞ্জক হবে । আর্থিক দিক থেকে আজ আপনার জন্য শুভ দিন । আপনার পরিশ্রমের ফলে বাড়তি অর্থ উপার্জন করবেন ৷ বন্ধুরা আপনাকে কোনও লাভজনক প্রকল্পের সন্ধান দিতে পারে । আপনার উদ্যমই আজ আপনাকে শক্তি জোগাবে ।


কন্যা: আজকে নিজের অন্তরাত্মাকে তন্ন তন্ন করে খুঁটিয়ে দেখবেন। ভালোবাসার মানুষদের পেছনে খরচ করার জন্য, আপনি অনেক অর্থ উপার্জন করবেন। শারীরিক আনন্দের মাধ্যমে, কাজের চাপ থেকে মুক্তি পান। মনের কথা জোরে জোরে ভাবার জন্য, আপনি হয়তো বিশেষ কারোর সান্নিধ্য চাইবেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য আনার জন্য, আপনাকে নির্দিষ্ট সময় সূচি মেনে চলতে হবে সবকিছুতে প্রচন্ড বেশি যুক্তি প্রয়োগ করবেন না।


তুলা: আজকে আধ্যাত্মিক এবং একতার মেজাজ আপনাকে ঘিরে রাখবে। আপনি হয়তো ধ্যান করায় মন দেবেন, কেননা আসলে আপনি শান্তি চান। এর আসল কারণ হলো, হয়তো কাজের জায়গায় আপনার অর্ধস্তন কর্মচারীরা জোর খাটিয়ে, বিশাল কিছু পরিবর্তন আনতে আপনাকে বাধ্য করছে। আজকের দিনটিতে হয়তো খুব দ্রুত অনেক কিছু কাজ করতে হতে পারে, কিন্তু তাও আপনি ক্লান্ত বোধ করবেন না। আজকের দিনে আপনি যা করবেন, তাই যেন আপনার শক্তি বাড়িয়ে তুলবে।


বৃশ্চিক: আজকে, সম্ভবত আপনাকে নেতিবাচক চিন্তা ঘিরে থাকবে। দিনের শুরুতে আপনার একাকী বোধ হবে ও মনে হবে, সবাই আপনাকে উপেক্ষা করছে। কিন্তু সারাদিনে আপনি প্রচুর কাজ এবং দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকবেন। এরকম সম্ভাবনা আছে যে আপনি জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, কিন্তু আপনি সুষ্ঠভাবে তা সামলে নিতে পারেন। যদিও আজকে স্বাস্থ্য খারাপ হওয়ার কোনও ইঙ্গিত নেই, কিন্তু মানসিক চাপ প্রবল বেশি থাকার সম্ভাবনা আছে।


ধনু: আজ আপনার প্রচুর পরিমাণে বেহিসেবি খরচ করার প্রবণতা দেখা দিতে পারে । বিলাসবহুল জিনিস কিনতে প্রলুব্ধ হতে পারেন । এবং সম্ভবত আপনি কিছু কেনার আগে দুবার ভাববেন না । আজকে আপনি সহকর্মীদের ব্যতিক্রমী কিছু করায় উৎসাহ দিতে পারেন । এই মনোভাবের কারণে আপনার সুখ্যাতি আসতে পারে ৷ কিন্তু সবসময় উপদেশ না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে ৷ একসময়ে লোকজন বিরক্ত হতে পারে । আপনার বাতলানো রাস্তা উদারমনা হলেও তা কার্যকর নাও মনে হতে পারে তাদের । কাজেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় বাস্তব চিন্তা করার পরামর্শ দেওয়া হল ।


মকর: এই রাশির জাতকদের আজ সঙ্গীর সঙ্গে মতপার্থক্যের সম্ভাবনা রয়েছে ৷ তবে তা প্রেমের সম্পর্কের উপর কোনও প্রভাব পড়বে না ৷ সম্পর্ক মজবুতিকরণের জন্য আপনি কৌশল অবলম্বন করতে পারেন ৷ আজ আপনার আর্থিক ভাগ্য ভালো নয় ৷ জলের মতো টাকা বেরিয়ে যাবে ৷ চিকিৎসা ও ভ্রমণের জন্য পকেটে কিছুটা হলেও চাপ পড়বে । নিয়মিতভাবে টাকা জমানো শুরু করার জন্য দিনটি শুভ ।


কুম্ভ: আপনার ভাগ্য আজ সুপ্রসন্ন । ভালোবাসার মানুষটির মেজাজ ফুরফুরে থাকবে । তার সঙ্গ আপনাকে প্রবলভাবে অনুপ্রাণিত করবে । কোনও একটি নির্দিষ্ট জিনিস কেনা যুক্তিযুক্ত হবে কি না তা নিয়ে প্রবল ভাবনাচিন্তা না করে, ঠিক করুন যে সেই খরচটি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় ৷ প্রয়োজন বুঝে কাজে নিযুক্ত হন ৷ আজ কর্মক্ষেত্রে মুনাফা দ্বিগুণ হতে পারে ৷


মীন: আজকের দিনে আপনি ইতিবাচক ইঙ্গিত পেতে পারেন ৷ যদিও সম্পর্কের ব্যাপারে কিছু বিষয় আপনাকে সামলাতে হতে পারে । আপনার ও সঙ্গীর পরস্পরের মধ্যে বোঝাপড়া আরও উন্নত হতে পারে । আজকে আপনার কাজ করার দিকেই বেশি মন থাকবে । আপনি টাকার পেছনে দৌড়বেন না, বরঞ্চ কাজের পিছনে ছুটুন ৷ টাকা নিজে থেকেই আসবে । কর্মক্ষেত্রে আপনার বসের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার বা পুনর্নির্মানের একটি আদর্শ সময় ৷


You might also like!