Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Horoscope

1 year ago

Lucky Gemstone: এপ্রিল মাসের জাতকদের জন্য হিরে দারুণ শুভ, এককুচি হিরে পরলেও ভাগ্য খুলবে এঁদের

Diamonds (File Picture)
Diamonds (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রত্নশাস্ত্র হল জ্যোতিষশাস্ত্রেরই একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। বিভিন্ন রত্ন ধারণ করলে দুর্ভাগ্যের অন্ধকার কেটে গিয়ে সৌভাগ্য লাভ করা সম্ভব হয়। বিভিন্ন রত্ন বিভিন্ন গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। গ্রহের অশুভ দশা দূর করতে রত্ন ধারণ করলে উপকারী ফল পাওয়া যায়। তবে সব রত্ন সবার জন্য সমান ফলদায়ী নয়। বরং ভুল রত্ন ধারণ করলে লাভের বদলে উলটে ক্ষতি হতে পারে। আজ আমরা জেনে নেব এপ্রিল মাসের জাতকদের জন্য শুভ রত্ন কোনটি।

জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে যে প্রত্যেক মাসে জাতকদের আলাদা আলাদা শুভ রত্ন রয়েছে। জন্মমাস অনুযায়ী শুভ রত্ন ধারণ করলে জীবনে উন্নতি করার প্রচুর সুযোগ পাওয়া যায়। আর দিন কয়েকের মধ্যেই শুরু হতে চলেছে এপ্রিল ২০২৪। এপ্রিল মাসের জাতক যাঁরা, তাঁদের জন্য শুভ রত্ন হল হিরে। হিরে ধারণ করলে এপ্রিল মাসের জাতকদের সৌভাগ্যের দ্বার খুলে যেতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, কখনোই কোনও অভিজ্ঞ জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ না করে হিরে ধারণ করবেন না। কারণ আপনার কোষ্ঠীতে গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে কোন রত্ন আপনার জন্য উপযোগী, তা তিনিই বলতে পারবেন।

হিরে ধারণ করার উপকারিতা

এপ্রিল মাসের জাতকরা হিরে পরলে তাঁদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।

বিয়েতে বারবার বাধা আসলেও হিরে ধারণ করা লাভজনক।

জন্মছকে শুক্র অশুভ স্থানে থাকলে, শুক্রের অবস্থান ভালো করতে হিরে পরা জরুরি।

আপনার জীবনে উন্নতির পথে বারবার বাধা আসলে হিরে ধারণ করলে আপনি লাভ পাবেন।

জ্যোতিষ অনুসারে এপ্রিল মাসের জাতকদের জন্য শুভ রত্ন হল হিরে।

হিরে জীবনে পজিটিভ এনার্জি নিয়ে আসে।

সাহিত্য ও শিল্পকলার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের জন্যও হিরে উপকারী।

হিরে ধারণের নিয়ম

হিরে সব সময় প্ল্যাটিনাম ও রূপো দিয়ে বাঁধিয়ে আংটি করে পরাই শুভ।

হিরে ধারণ করতে হলে কোনও মাসের শুক্লপক্ষের শুক্রবারে তা ধারণ করুন।

হিরে পরার আগে তা অবশ্যই বিধিমতো শোধন করে নেবেন।

হিরে পরার আগে তা গঙ্গা জল ও কাঁচা দুধে চুবিয়ে রাখতে হবে।

হিরে সব সময় রিং ফিঙ্গার, অর্থাত্‍ অনামিকায় পরতে হয়।

You might also like!