Horoscope

11 hours ago

Horoscope: আর কয়েকদিনের মধ্যেই বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে - কয়েকটি রাশির জাতকদের উপর ব্যাপক প্রভাব ফেলবে

Jupiter in Gemini
Jupiter in Gemini

 

ভারতীয় জ্যোতিষে বৃহস্পতি গ্রহর গুরুত্ব আপরিসীম। বৃহস্পতির স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশেষ কয়েকটি রাশির উপর বিশেষ প্রভাব বিস্তার করে। বৃহস্পতি ১৩ মাস পর সে তার রাশি পরিবর্তন করে থাকে। বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে রয়েছে। চৈত্র নবরাত্রির পর মিথুন রাশিতে প্রবেশ করবে গুরু গ্রহ। এই গ্রহের প্রভাবে কিছু রাশির জাতিকাদের আর্থিক দিকে যথেষ্ট লাভ হবে। 

 * মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। চাকরি থেকে ব্যবসায় আটকে থাকা সব কাজ আপনার হয়ে যাবে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সোনা ব্যবসায় অর্থপ্রাপ্তি হবে। মনের মানুষের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে । আপনি আপনার সিনিয়রদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। 

 * সিংহ রাশি:  সিংহ রাশির জাতক-জাতিকাদের উপর গুরু গ্রহের শুভ প্রভাব পড়বে। তাছাড়া আপনার একাদশ ঘরে প্রবেশ করতে চলেছে এই গ্রহ। এই সময় আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। কেরিয়ার থেকে ব্যবসায় সফলতা আসবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় পদের পাশাপাশি নতুন দায়িত্বও পেতে পারেন। চাকরিক্ষেত্রে পদোন্নতি নিশ্চিত। তাছাড়া আপনারা শেয়ার বাজার, লটারিতে বিনিয়োগ করলে লাভের মুখ দেখতে পাবেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। 

 * মকর রাশি: মকর রাশির ব্যক্তিদের সুখের সময় শুরু হবে। এই সময় যারা নতুন ব্যবসা খুলতে চাইছেন, খুলতে পারেন । ধর্মীয় ও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। প্রিয়জনের সঙ্গে দেখা হবে। পুরনো ব্যবসাতেও বিনিয়োগ করলে লাভের মুখ দেখবেন। তাছাড়া পড়ুয়াদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁরা পরীক্ষায় যথেষ্ট ভালো ফল লাভ করতে পারবেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। আপনার দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবে।

You might also like!