Health

9 months ago

Pneumonia: দেশে চিনের অজানা নিউমোনিয়ার হদিশ!

China Pneumonia (File Picture)
China Pneumonia (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতে অজানা চিনা নিউমোনিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা আগেই করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সম্ভবত এবার সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে। 

বিখ্যাত বিজ্ঞান পত্রিকা ল্যানসেটের (Lancet) রিপোর্ট তেমনটাই বলছে। সেই রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই দিল্লি এইমসে চিনা নিউমোনিয়ায় আক্রান্ত ৭ জন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে।

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী এইমসে (AIIMS) মোট ৭ জন এম-নিউমনি ব্যাকটিরিয়া আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। এই ব্যাকটিরিয়াটিই চিনে নিউমোনিয়ার প্রকোপের জন্য দায়ী। ল্যানসেটের রিপোর্ট অনুযায়ী, গত এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই ৭ জন এম নিউমনি আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। এদের মধ্যে একজনের ব্যাকটিরিয়া ধরা পড়েছে পিসিআর টেস্টে। বাকি ৬ জনের ব্যাকটিরিয়া ধরা পড়েছে এলিজা টেস্টে।

You might also like!