Health

1 year ago

Monsoon Health Tips : বর্ষায় জ্বর সর্দি কাশিতে ভুগছেন ? সঙ্গে আবার পেটের সমস্যা ! মেনে চলুন এই টিপসগুলি

Suffering from fever, cold and cough in monsoon? With stomach problems again!
Suffering from fever, cold and cough in monsoon? With stomach problems again!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্ষাকাল মানেই নানা-রকম রোগের বাড়বাড়ন্ত । কারও জ্বর, কারও সর্দি-কাশি, কারও আবার অ্যাসিডিটি-গ্যাস-পেটের গোলমাল । ঠান্ডা-গরম আবহাওয়া এবং স্যাঁতসেঁতে পরিবেশে বিভিন্ন রকম জীবাণুর সংক্রমণেই সমস্যাগুলি বাড়ে । এর থেকে মুক্তি পেতে, নিজেকে সুস্থ রাখতে সাবধান হতে হবে । কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে । তারই কিছু টিপস রইল আপনাদের জন্য...

পেটের সমস্যার টিপস

বর্ষাকালে জলে নানারকম সংক্রমণ হতে পারে । তাই জল ফুটিয়ে, কিংবা ফিল্টার করা জল পান করাই শ্রেয় ।

খাবার বেছে খেতে হবে । কারণ বর্ষাকালেই বদহজমের সমস্য়া হয় । সামুদ্রিক চিংড়ি, কাঁকড়া এড়িয়ে চলুন । বৃষ্টির দিনে ভাজাভুজি খেতেই তো ভাললাগে । কিন্তু, সেইসব তৈলাক্ত খাবারও এড়িয়ে চলতে হবে । শাক, পাতা জাতীয় সবজি থেকে দূরে থাকুন । বর্ষাকালে অনেকসময় টকদই হজম হতে চায় না । তাই না খাওয়াই ভাল ।

বর্ষার দিনগুলিতে জল বেশি করে খেতে হবে । কারণ জলের বিকল্প আর কিছুই নেই ।

ঠান্ডা যাতে না লাগে, তার জন্য কী করবেন

বর্ষার দিনে সকলেই একটু-আধটু ভিজে যান । সেক্ষেত্রে বৃষ্টিতে ভিজলে সঙ্গে সঙ্গে পোশাক বদল করে স্নান করে নিতে হবে । তাহলে ঠান্ডা লাগার সুযোগ থাকে না ।

জ্বর বা সর্দি কাশি হলে আদা চা খেতে পারেন । এছাড়া, উষ্ণ গরম জলে লেবু শরীরের জন্য খুব উপকারী । নিয়মিত মধু খাওয়ার অভ্যাস করুন । শ্বাসনালীর নানা সমস্যা দূরে থাকবে ।

অনেকসময় পেটের সমস্যা থেকেও জ্বর আসে । তাই পেটটাও যাতে ভাল থাকে, সেদিকেও নজর রাখবেন । প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেবেন ।

You might also like!