Health

1 year ago

Medicines at Rail Stations : এবার রেল স্টেশনেই মিলবে ওষুধ, কোন কোন স্টেশনে পাবেন এই সুবিধা? জেনে নিন

Medicines at Rail Stations (File Picture)
Medicines at Rail Stations (File Picture)

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার জীবনদায়ী ওষুধ মিলবে দেশের ৫০টি স্টেশনে। লক্ষ লক্ষ মানুষ যাতায়াতের মাধ্যম হিসেবে ট্রেন ব্যবহার করেন। দূরপাল্লার ট্রেনে যাত্রীর সংখ্যা নেহাত কম নয়।এই যাত্রা পথে যেকোনো রকম মেডিকেল ক্রাইসিস এড়াতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল।

রেল মন্ত্রক উদ্যোগ নিয়েছে, যাতে রেল স্টেশনেই পাওয়া যায় ওষুধ। তাও আবার অনেক সস্তায়! ৫০টি স্টেশন বেছে নেওয়া হয়েছে রেলের তরফে। রেল সূত্রে খবর, সস্তায় ওষুধ যাতে মেলে, তার জন্য প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলা হচ্ছে একাধিক স্টেশনে। ইতিমধ্যেই স্টেশনের তালিকা বেছে নেওয়া হয়েছে। তবে এর জন্য মেডিক্যাল স্টোরের মালিকদের লাইসেন্স থাকা প্রয়োজন।

যে সব স্টেশনে জন ঔষধি কেন্দ্র খোলা হবে, সেই তালিকায় থাকছে- দীন দয়াল উপাধ্যায় জংশন, বীরাহঙ্গনা লক্ষ্মী বাই, লখনউ, গোরক্ষপুর, বেনারস, মথুরা, ঋষিকেশ, কাশীপুর, দ্বারভাঙা, পাটনা, কাটিহার, জাঙ্গির-নাইলা, বাগবারহা, সিনি, আঙ্কলেশ্বর, মেহসানা, পেন্দ্রা রোড, রতলাম, মদন মহল, বিনা, সওয়াই মাধোপুর, ভগত কি কোঠি, ফাগওয়াড়া, রাজপুরা।

You might also like!