Health

1 month ago

Expensive Icecream: ৫০০ বা ১০০০ নয়, এর থেকেও আছে দামী আইসক্রিমে! জানেন কি আছে এতে?

Expensive Icecream
Expensive Icecream

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গ্রীষ্মকাল মানেই আইসক্রিমের ইনিংস।  ৫-১০ টাকা থেকে শুরু করে ৫০০-১০০০ টাকা পর্যন্ত আইসক্রিম পাওয়া যায়। তবে বিশ্বে এমন এক আইসক্রিম আছে, যার দাম শুনলে ধনীরাও চমকে যান ।

জাজল আইসক্রিম নির্মাতা সিলাটোর প্রোটিন আইসক্রিম ব্যাকুয়া, বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম। এই আইসক্রিমের ভিত্তি যে দুধ থেকে তৈরি করা হয়, তা পুরো মখমল। এর উপাদানের মধ্যে রয়েছে দুই ধরনের পনির এবং ডিমের কুসুম। এছাড়াও এই আইসক্রিম তৈরিতে পারমিজিয়ানো চিজ, হোয়াইট ট্রাফল অয়েলের মতো অনেক কিছু দেওয়া হয়েছে। এটি একটি আড়ম্বরপূর্ণ কালো বাক্সে প্যাক করা অবস্থায় আসে। মজার বিষয় হল, এটিকে হাতে তৈরি ধাতব চামচের সাথেও পাওয়া যায়। এই চামচগুলোর প্রস্তুতকারক কিছু কারিগর মন্দির তৈরির কৌশল ব্যবহার করে তৈরি করেছেন। সূত্রের খবর , একটি ১৩০ml ব্যাকুয়া আইসক্রিমের দাম ৬৭০০ ডলার। যা ভারতীয় মূল্যে ৫ লাখের বেশি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড-এ রয়েছে এই আইসক্রিমটি।

You might also like!