Health

8 months ago

Green Coffee Benefits: অনায়াসেই ঝড়বে বাড়তি ওজন! আর কী কী হয় সবুজ কফি খেলে?

Green Coffee
Green Coffee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতকাল আর কফি যেন একে অপরের সমর্থক শব্দ। কালো কফিতে ওজন ঝড়ে। কিন্তু অতিরিক্ত ওজন ঝড়াতে সাধারণ কালো কফির ছেড়ে বেছে নিতে পারেন সবুজ কফি। এছাড়াও একাধিক গুণ রয়েছে এই কফিতে।

কী কী হয় এই সবুজ কফি খেলে?

১.বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অতিরিক্ত ওজন কমাতে এই সবুজ কফির জুড়ে মেলা ভার। কারণ এই পানীয়ে রয়েছে ক্লোরোজেনিক অ্যাসিড যা বাড়তি ওজন সহজে কমায়।

২.এই সবুজ কফি খেলে কমে ব্লাড সুগার। এতে থাকা ক্লোরজেনিক অ্যাসিড টাইপ টু ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখে।

৩.গবেষণায় দেখা গিয়েছে রোজ এই সবুজ কফিতে চুমুক দিলে অনায়াসেই বশে রাখা যায় ব্লাড প্রেসার।

৪. সবুজ কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। রোজ এক কাপ সবুজ কফি অনায়াসেই আপনাকে হাসিখুশি থাকতে সাহায্য করবে।

৫. সবুজ কফি হার্টের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।

You might also like!