Health

1 week ago

Lord Jagannath: জগন্নাথদেবের ভোগে নিমপাতা বাটা! কেন জানেন ?

Neem Leaf
Neem Leaf

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ভোজনরসিক বাঙালির পাতে নিমপাতা পড়লেই মুখ ঘুরিয়ে নেই। বাচ্ছা থেকে বুড়ো, তেতো স্বাদের এই নিমপাতা খেতে চান না কেউই। কিন্তু  প্রতিদিন যে ৫৬ ভোগ দেওয়া হয়,তার অন্তিম ভোগে থাকে নিমপাতা বাটা। পুরাণমতে ওই ৫৬ ভোগ খেয়ে জগন্নাথ দেবের পেটের অসুখ হবে আর ওই নিমপাতা বাটা তাঁর পেটকে সুস্থ রাখবে।  শুধু পুরান নয়, বিশেষজ্ঞরাও  এই নিমপাতা বাটাকে শরীরের জন্য অত্যন্ত গুরুত্ব পূর্ণ বলে দাবি করেন। 

বিশেষজ্ঞদের মতে, খাবার শেষে নিমপাতা বেটে খেলে  হজম শক্তি বৃদ্ধি পাবে। সাথে দূর হবে গ্যাস অম্বলের সমস্যা। এই বাটাতে  প্রচুর ফাইবার থাকায় শরীরের ভারসাম্য বজায় থাকে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই বাটাতে থাকা প্রয়োজনীয় ভিটামিন ও ফ্যাটি এসিড বার্ধক্যে রোধ করে। এর এন্টিস্যাপ্টিক উপাদান শরীরের বিভিন্ন প্রদাহ বন্ধ করে।



You might also like!