Health

1 year ago

Uses of ginger to lose weight : ওজন কমাতে জেনে নিন আদার এই ছয় ব্যবহার

uses of ginger to lose weight (Symbolic Picture)
uses of ginger to lose weight (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আদার ঔষুধি গুন সম্পর্কে সকলেরই কম বেশী জানা। না না রোগের প্রতিকার ও প্রতিরোধ ক্ষমতা তৈরী করতে আদার জুড়ি মেলা ভার। আদার গুনে শরীরের না না সমস্যার সমাধান কর সম্ভব। যেমন-

* অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে।

**পেট সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে

***বিপাক নিয়ন্ত্রণ করতে সাহায্য করে

***ওজন কমাতেও কার্যকর

এই প্রতিবেদনে জেনে নিন ওজন কমাতে আদা কিভাবে ব্যবহার করবেন- 

১/ আদা চা

আদা চা সকাল এবং সন্ধ্যায় নিয়মিত খাওয়ার অভ্যাস করুন। চায়ে কয়েক ফোঁটা আদার রস মিশিয়ে দিতে পারেন। গরম গরম এই চা উপভোগ করুন। এটি আপনার ওজন ঝরাতে সাহায্য করবে। 

২/ আদা ও লেবুর জল

ওজন কমানোর জন্য ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারগুলোর মধ্যে লেবু অন্যতম। অন্ত্রের স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে সকালে লেবুর রস পান করা উচিত। এর সাথে আদা যোগ করলে একটি শক্তিশালী মশলার মিশ্রণ তৈরি হবে। যা অতিরিক্ত ওজন কমাতে আশ্চর্যজনক ভাবে কাজ করতে পারে। 

৩/ আদার ক্যান্ডি

আদা মোটা টুকরো করে কেটে নিন। এতে লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, আমচুর গুঁড়ো এবং লবণ যোগ করুন। সব উপাদান এক সাথে মিশিয়ে নিন। তারপর এগুলো রোদে শুকিয়ে নিন। তৈরি হয়ে গেল আদার ক্যান্ডি। এগুলো দিনে ২-৩ বার খান। আপনার ওজন কমাতে কাজ দেবে। 

৪/ আদার জল 

সকালে এক গ্লাস জলে কয়েক ফোঁটা আদার রস মিশিয়ে পান করুন। এটি চর্বি পোড়াতে বেশ কার্যকর। এর সাথে কয়েক ফোঁটা লেবুর রস বা মধু যোগ করতে পারেন। তাহলে স্বাদ হবে দ্বিগুণ। 

৫/ আদা গুঁড়ো

ওজন কমানোর জন্য শুকনো আদা গুঁড়ো বেশ কার্যকর। আদা গুঁড়োতে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। জলের সাথে মিশিয়ে আদা গুঁড়ো খেতে পারেন। 

৬/ ডিটক্স হিসেবে পান করুন

এক টেবিল চামচ আদা কুচি নিন। এটি এক গ্লাস গরম জলে যোগ করুন। এতে প্রায় ২-৩ টেবিল চামচ লেবুর রস যোগ করুন । এবার ভালভাবে নাড়ুন। মিষ্টির প্রয়োজন হলে এতে কয়েক ফোঁটা মধু যোগ করতে পারেন। এই পানীয়টি আপনার চর্বি কমাতে বেশ ভাল ফলাফল দেবে।

You might also like!