Health

1 year ago

Alcohol consume: সামান্য মদ্যপানও ডেকে আনতে পারে বড় ক্ষতি

Alcohol
Alcohol

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃনিয়মিত মদ্যপানের অভ্যাস আছে? তাহলে এখনই সেই অভ্যাসে লাগাম টানুন। নেচার মেডিসিন জার্নালে প্রকাশিত সাম্প্রতিক একটি সমীক্ষা রিপোর্ট জানাচ্ছে, নিয়মিত মদ্যপানের অভ্যাসের ফলে দেহে এই ৬০টি রোগের মধ্যে যে কোনও এক বা একাধিক রোগ হতে পারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১২ বছর ধরে মোট ৫ লক্ষ ১২ হাজার মানুষের মধ্যে সমীক্ষা চালিয়েছিলেন। যার রিপোর্টে উঠে এসেছে, এমনকি, কখনও সখনও মদ্যপান করেন যাঁরা, তাঁরাও এই বিপদ থেকে মুক্ত নন।

গবেষকরা জানাচ্ছেন, মদ্যপানের ফলে পাকস্থলী বা হৃদরোগের বড় সমস্যা হতে পারে। তার সঙ্গেই হতে পারে গ্যাসট্রিক আলসার থেকে গাউট পর্যন্ত প্রায় সবকিছুই। শরীরের জন্য সামান্য পরিমাণ মদ্যপানও ক্ষতিকারক।


You might also like!