Health

1 year ago

Tomato and Cucumber: টমেটো আর শসা একসঙ্গে খাচ্ছেন? এর ফলে কী কী হতে পারে জানেন

Tomato and Cucumber
Tomato and Cucumber

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃগরমে স্যালাড আমাদের অন্যতম খাদ্য। আর স্যালাড মানেই শশা-টমেটো ও পেঁয়াজ অপরিহার্য।শসা এবং টমেটো। দুটোই শরীরের জন্য অত্যন্ত ভালো। দুটোই প্রচুর পুষ্টিগুণে ভরা। আলাদা আলাদা করে খেলে, এগুলি শরীরের নানা উপকার করে। কিন্তু একসঙ্গে খেলে? তাহলেই এগুলি শরীরকে নানা বিপদে ফেলতে পারে। তেমনই বলছেন বিজ্ঞানীরা। সারাবছর কম বেশি হলেও গরমের মরসুমে শরীরকে হাইড্রেট রাখতে ও পাচনতন্ত্র স্বাভাবিক রাখতে স্যালাড খুবই কার্যকরী। তাছাড়া ডায়েট ঠিক রাখতেও স্যালাড খাওয়ার প্রবণতা রয়েছে সব পরিবারেই। শরীরকে আদ্র রাখতে, রক্তের ঘাটতি কমাতে এবং এনার্জি বাড়ানোর জন্য, স্বাস্থ্য বিশেষজ্ঞরাও স্যালাড খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন সবসময়।

আমরা দেখেছি,সাধারণত স্বাস্থ্যকর পদ্ধতিতে বিভিন্ন পুষ্টি বর্ধক সবজি ও প্রোটিনের সংমিশ্রনেই স্যালাড বানানো হয়। যার মধ্যে থাকে টোম্যাটো আর শসা। কিন্তু, অনেকেই জানেন না যে শসা ও টোম্যাটো একসঙ্গে খাওয়া কখনও উচিত নয়। কারণ, এটি বিভিন্নভাবে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। শসা এবং টোম্যাটো প্রায়শই স্যালাডে পরিবেশন করা হয়। তবে এই দুটি একসঙ্গে খেলে তা পেটের জন্য ভয়ানক বিপজ্জনক হতে পারে। এর ফলে পেটে নানা রোগ বাসা বাঁধতে পারে।

বিশেষজ্ঞদের মতে শসা আর টোম্যাটো একসঙ্গে খেলে হজমশক্তি নষ্ট হতে পারে। অ্যাসিডিক পিএইচ ভারসাম্যকেও ব্যাহত করতে পারে। যে কারণে গ্যাস, পেটের ফোলাভাব, পেটে ব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি, বদহজমের মতো সমস্যা শুরু হয়। তাই ওই দুই সবজি এক সাথে না খাওয়ার পরামর্শ দিচ্ছেন আধুনিক গবেষকেরা।



You might also like!