Health

1 year ago

Mamata banerjee : অ্যাডিনো উদ্বেগে চালু হল ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর, জানালেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ২ মার্চ  : অ্যাডিনো উদ্বেগে চালু হল ২৪ ঘণ্টার সহায়তা নম্বর। নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যসচিব জানান, 1800313444222 ২৪ ঘণ্টার জন্য এই হেল্পলাইন নম্বর চালু থাকবে।

মুখ্যমন্ত্রী বলেন, "১২টি কেসের মধ্যে মাত্র ২টি ক্ষেত্রে অ্যাডিনো ভাইরাসের হদিশ মিলেছে। ১০টা হচ্ছে কোমর্বিডিটির কারণে। নানা রকম উপসর্গ রয়েছে। কোনওটা পালমোনারি হেমারেজ, ওজন কম। অধিকাংশ এগুলোই। ভয় পাওয়ার কারণ নেই।’’

মুখ্যমন্ত্রী বলেন, “৫ হাজার বেড তৈরি আছে। চিকিৎসার জন্য ৬০০ চিকিৎসক রেডি। এটা ঋতুভিত্তিক সংক্রমণ, আক্রান্তর সংখ্যা ক্রমে কমছে। অযথা আতঙ্কিত হবেন না। করোনা একটা আতঙ্ক। তার পর যা-ই হচ্ছে, আতঙ্ক ছড়িয়ে পড়েছে। টাইফয়েড, পক্স, হাম তো হয়ই। আমাদের যত্ন নিতে হবে। বাচ্চারা তো মাস্ক পরতে পারে না। তাই বাচ্চাদের নিয়ে বাড়ির বাইরে না বেরোনোই ভাল।’’

রাজ্যে অ্যাডিনোভাইরাসে ২ জন শিশুর মৃত্যু হয়েছে। বাকি ১০ জনের মৃত্যু হয়েছে কোমর্বিডিটির কারণে। জ্বর এবং শ্বাসকষ্টজনিত অসুখে একের পর এক শিশুর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই তথ্য জানালেন মুখ্যমন্ত্রী।


You might also like!