Breaking News
 
Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে!

 

Game

2 months ago

LaLiga 24/25: ইয়ামালের চোখধাঁধানো গোল, লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

Lamine Yamal at the center of his teammates' celebrations after a spectacular goal
Lamine Yamal at the center of his teammates' celebrations after a spectacular goal

 

মাদ্রিদ, ১৬ মে : এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে কাতালান ডার্বিতে ২-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল বার্সেলোনা। এর ফলে দুই ম্যাচ হাতে রেখে লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা। আর এই জয়ে এস্পানিওলের বিপক্ষে লা লিগায় টানা ২৮ ম্যাচে অপরাজিত (৮ জয়, ২০ ড্র) রইল বার্সেলোনা। এক মরসুম পর লা লিগা শিরোপা পুনরুদ্ধার করল বার্সেলোনা। স্পেনের শীর্ষ লিগে তাদের এটি ২৮-তম শিরোপা।

৩৬ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে বার্সিলোনার পয়েন্ট হল ৮৫। আর সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ৩৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে এস্পানিওল। প্রথমার্ধে সুযোগ তৈরি করতে পারেনি কোনও দল। বার্সেলোনা কয়েকটি সুয়োগ পেলেও কাজে লাগাতে পারেনি। বার্সেলোনা কাছে গোলের সুযোগ আসে ম্যাচের ৫৩ মিনিটে। দুর্দান্ত গোলে বার্সেলোনাকে এগিয়ে দেন ইয়ামাল। বক্সের বাইরে দানি ওলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে এগিয়ে গিয়ে প্রতিপক্ষের দুই-তিন জন খেলোয়াড়কে কাটিয়ে ২০ গজ দূর থেকে বাঁ পায়ে জোরাল শটে গোল করেন ইয়ামাল।

এরপর সাত মিনিট যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ইয়ামালের পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কির বদলি নামা লোপেস। আর এই গোলে শিরোপা জয় নিশ্চিত হয় বার্সেলোনার। ফুটবল বিশ্বে আলোড়ন ফেলে দেওয়া ইয়ামাল এই মরসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করলেন, পাশাপাশি ২৫টি অ্যাসিস্টও রয়েছে তার।


You might also like!