মাদ্রিদ, ১৬ মে : এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে কাতালান ডার্বিতে ২-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল বার্সেলোনা। এর ফলে দুই ম্যাচ হাতে রেখে লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা। আর এই জয়ে এস্পানিওলের বিপক্ষে লা লিগায় টানা ২৮ ম্যাচে অপরাজিত (৮ জয়, ২০ ড্র) রইল বার্সেলোনা। এক মরসুম পর লা লিগা শিরোপা পুনরুদ্ধার করল বার্সেলোনা। স্পেনের শীর্ষ লিগে তাদের এটি ২৮-তম শিরোপা।
৩৬ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে বার্সিলোনার পয়েন্ট হল ৮৫। আর সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ৩৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে এস্পানিওল। প্রথমার্ধে সুযোগ তৈরি করতে পারেনি কোনও দল। বার্সেলোনা কয়েকটি সুয়োগ পেলেও কাজে লাগাতে পারেনি। বার্সেলোনা কাছে গোলের সুযোগ আসে ম্যাচের ৫৩ মিনিটে। দুর্দান্ত গোলে বার্সেলোনাকে এগিয়ে দেন ইয়ামাল। বক্সের বাইরে দানি ওলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে এগিয়ে গিয়ে প্রতিপক্ষের দুই-তিন জন খেলোয়াড়কে কাটিয়ে ২০ গজ দূর থেকে বাঁ পায়ে জোরাল শটে গোল করেন ইয়ামাল।
এরপর সাত মিনিট যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ইয়ামালের পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কির বদলি নামা লোপেস। আর এই গোলে শিরোপা জয় নিশ্চিত হয় বার্সেলোনার। ফুটবল বিশ্বে আলোড়ন ফেলে দেওয়া ইয়ামাল এই মরসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করলেন, পাশাপাশি ২৫টি অ্যাসিস্টও রয়েছে তার।