Game

1 month ago

Paris olympics : শৃঙ্খলাভঙ্গের দায়ে দেশে পাঠানো হচ্ছে মহিলা কুস্তিগির অন্তিমকে

Anteem Panghal (symbolicc picture)
Anteem Panghal (symbolicc picture)

 

প্যারিস, ৮ আগস্ট : ভারতের কুস্তিতে বিতর্ক বাড়ছে। ভিনেশ ফোগাটের পর অন্তিম পাঙ্ঘাল। নিজের বিভাগে প্রি-কোয়ার্টার ফাইনালে হারের পরে তাঁর বিরুদ্ধে উঠেছে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। তাঁকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। অভিযোগ হল, অন্তিম হারের পরে গেমস ভিলেজ ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর তাঁর পরিচয়পত্র ব্যবহার করে গেমস ভিলেজে ঢুকতে গিয়ে আটক হয়েছেন অন্তিমের বোন। এরপরই অন্তিমের পরিচয়পত্র কেড়ে নিয়ে তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। উল্লেখ্য, বুধবার মহিলাদের ৫৩ কেজি বিভাগে নেমেছিলেন অন্তিম। প্রি-কোয়ার্টার ফাইনালে ০-১০ পয়েন্টে তুরস্কের জেনেপ ইয়েটগিলের কাছে হেরে বাদ যান তিনি। তার পরে আর গেমস ভিলেজে ফেরেননি অন্তিম এবং সন্ধ্যায় অনুশীলনেও নামেননি তিনি।


You might also like!