Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Game

1 month ago

IPL 2025: অরেঞ্জ ক্যাপ দৌড়ে বিরাট কোহলি পঞ্চম, সুদর্শন এখনও এগিয়ে আছেন

Virat Kohli
Virat Kohli

 

কলকাতা, ২৮ মে : মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে অর্ধশতক হাঁকানোর পর চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরশুমের শীর্ষ ৫ রান সংগ্রাহকের তালিকায় ফিরে এসেছেন বিরাট কোহলি । কোহলি মঙ্গলবার ৬০০ রানের মাইলফলক অতিক্রম করেন এবং স্ট্যান্ডিংয়ে পঞ্চম স্থান অধিকার করেন। এদিকে, এলএসজি ওপেনার মিচেল মার্শ মঙ্গলবার ৬৭ রানের ইনিংস খেলে চতুর্থ স্থান সুসংহত করেন।

গুজরাট টাইটানসের ওপেনার সাই সুদর্শন এবং শুভমান গিল যথাক্রমে ৬৭৯ এবং ৬৪৯ রান নিয়ে অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন। তাদের পরেই রয়েছেন সূর্যকুমার যাদব, যিনি ৬৪০ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। আইপিএল ২০২৫-এর শীর্ষ রান সংগ্রাহকদের তালিকা এখানে দেওয়া হল :

**বি. সাই সুদর্শন (জিটি): ম্যাচ ১৪, রান ৬৭৯, গড় ৫২.২৩

**শুভমান গিল (জিটি): ম্যাচ ১৪, রান ৬৪৯, গড় ৫৪.০৮

**সূর্যকুমার যাদব (এমআই): ম্যাচ ১৪, রান ৬৪০, গড় ৭১.১১

**মিচেল মার্শ (এলএসজি): ম্যাচ ১৩,রান৬২৭,গড় ৪৮.২৩

**বিরাট কোহলি(আরসিবি): ম্যাচ ১৩, রান ৬০২,গড় ৬০.২০

You might also like!