Game

2 months ago

United States : কোপা আমেরিকার ব্যর্থতায় ছাঁটাই হলেন যুক্তরাষ্ট্র কোচ

Greg Barhalter (symbolic picture)
Greg Barhalter (symbolic picture)

 

নিউইয়র্ক, ১১ জুলাই ঃ ঘরের মাঠে খেলতে নেমে গ্রুপ পর্বই পেরোতে পারেনি যুক্তরাষ্ট্র। ব্যর্থতার মাশুল গুনতে হল গ্রেগ বারহল্টারকে। টুর্নামেন্ট শেষ হতে না হতেই চাকরি হারালেন যুক্তরাষ্ট্র দলের কোচ। যুক্তরাষ্ট্র ফুটবলের প্রধান সিন্ডি পার্লো এক বিবৃতিতে এই খবর জানিয়েছেন। যুক্তরাষ্ট্র এবার উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে হারালেও হেরেছে দুর্বল পানামার কাছে। হেরেছে শক্তিশালী উরুগুয়ের কাছে।

এই ব্যর্থতার পরও ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কোচ থাকার আশা প্রকাশ করেছিলেন বারহল্টার। বিশ্বকাপের জন্য কাজ শুরুর কথাও বলেছিলেন তিনি। কিন্তু দেশের ফুটবল সংস্থা আর আস্থা রাখতে পারল না এই কোচের উপর। তাই দ্বিতীয় মেয়াদের দায়িত্বে থাকা বারহলটার ১৩ মাসেরও কম সময়ে কোচের চাকরি হারালেন। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন বারহল্টার। তার কোচিংয়ে ২০২২ বিশ্বকাপে নক আউটে নাম লেখায় যুক্তরাষ্ট্র। তবে টুর্নামেন্ট শেষ হতেই ফুটবলারদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি।

You might also like!