Game

7 months ago

Afridi's 47th birthday: ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডারের ৪৭-তম জন্মদিন আজ

Shahid Afridi (File Picture)
Shahid Afridi (File Picture)

 

কলকাতা, ১ মার্চ: পাকিস্তানের শহীদ আফ্রিদি। একজন দুর্দান্ত অলরাউন্ডার। যেমন বিধ্বংসী ব্যাটিং তেমনই দুর্দান্ত বোলিংও করতেন। আর এজন্য পুরো বিশ্বে তিনি খুবই জনপ্রিয়। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার ২০১৮ সালে অবসর নিয়েছেন। শুক্রবার, ১ মার্চ ৪৭-তম জন্মদিন তাঁর। বিধ্বংসী ব্যাটিং দেখিয়ে মাত্র ১৬ বছর বয়সে ওয়ানডেতে মাত্র ৩৭ বলে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে নিজের আগমন বার্তা জানিয়ে দিয়েছিলেন।

ক্যারিয়ারে বিশাল বিশাল ছক্কা হাঁকানোর জন্য আফ্রিদি সবার কাছে ‘বুমবুম’ নামেও পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড ৪৭৬টি ছক্কা হাঁকানোর কীর্তিও আছে তাঁর। এছাড়া বল হাতে তাঁর ঘূর্ণিতে কুপোকাত হয়েছেন অনেক বাঘা বাঘা ব্যাটসম্যান। ক্যারিয়ারে ৩৯৮টি ওয়ানডে ম্যাচে ৮০৬৪ রান আর ৩৯৫ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে আফ্রিদির। পাকিস্তানের হয়ে একমাত্র খেলোয়াড় হিসেবে ৫২৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডও আছে তার নামে।

You might also like!