Game

7 months ago

Messi and Haaland: এবারও লরিয়াসের বর্ষসেরার মনোনয়নে মেসি, আছেন হালান্ডও, ২২ এপ্রিল মাদ্রিদে দেওয়া হবে পুরস্কার

Lionel Messi (File Picture)
Lionel Messi (File Picture)

 

মাদ্রিদ, ২৭ ফেব্রুয়ারি: গত বছর লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছিলেন মেসি। এবারও যে ৬ জনের মনোনয়ন দেওয়া হয়েছে সেখানেও মেসি রয়েছেন। এছাড়াও আছেন হালান্ড, টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। বাকি ৩ জনের মধ্যে ২ জন অ্যাথলেটিকস ও ১ জন মোটর রেসিংয়ের। মেয়েদের বর্ষসেরা ক্রীড়াবিদের জন্য মনোনীত ৬ জন। এই তালিকায় রয়েছেন স্পেনের বিশ্বকাপ জয়ী মহিলা ফুটবলার আইতানা বোনমাতি, রয়েছেন পোল্যান্ডের টেনিস তারকা ইগা সিয়াতেক। ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ারের’ তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহাম। কলম্বিয়ার মহিলা ফুটবলার লিন্ডা কাইসেদো ও যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফ।

‘কামব্যাক অব দ্য ইয়ারের’ তালিকায় আছেন ক্যানসার জয়ী সেবাস্তিয়ান হলার, যিনি এমাসেই আইভরি কোস্টকে আফ্রিকান কাপ জিতিয়েছেন। তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট কাতারিনা জনসন-থম্পসন ও চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা মার্কেতা ভন্দ্রুসকোভা। বর্ষসেরা সেরা দলের তালিকায় আছে ম্যানচেস্টার সিটি ও স্পেন মহিলা ফুটবল দল। লরিয়াস অ্যাওয়ার্ড দেওয়া হবে ২২ এপ্রিল, মাদ্রিদে। সাংবাদিক ও ব্রডকাস্টার ও কিংবদন্তি ক্রীড়াবিদদের ভোটের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয় লরিয়া ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমি।

You might also like!