Game

6 months ago

English Premiere League: নিয়মের পরিবর্তন আসছে ইংলিশ প্রিমিয়ার লিগে

English premiere league (File Picture)
English premiere league (File Picture)

 

লন্ডন, ৩০ মার্চ: এবার থেকে নিয়মের পরিবর্তন আসছে ইংলিশ প্রিমিয়ার লিগে। খেলার সময় টাচলাইনের বাইরে বল গেলে তা কুড়িয়ে খেলোয়াড়দের ফেরত দিতে ‘বল-বয়'দের মাঠের চারপাশে দেখা যায়। কিন্তু সেই নিয়মেরই পরিবর্তন আসছে ইংলিশ প্রিমিয়ার লিগে। এবার থেকে বল-বয়দের বলা হয়েছে, তাঁরা যেন এখন থেকে মাঠের বাইরে যাওয়া বল কুড়িয়ে খেলোয়াড়দের হাতে না দেয়। কারণ, বল ফেরত দেওয়া নিয়ে টাচলাইনে বাদানুবাদ কিংবা সংঘর্ষ এড়াতে এবং হোম টিম যেন অনৈতিক সুবিধা না পায়, তা নিশ্চিত করতেই এই নিয়মের পরিবর্তন আনা হল।

গত ১৬ মার্চ এফএ কাপ কোয়ার্টার ফাইনালে প্রিমিয়ার লিগের দল উলভসও কভেন্ট্রি সিটি ম্যাচের ঘটনা। এই ম্যাচ শেষে উলভসের কোচ গ্যারি ও’নিল ও কভেন্ট্রির কোচ মার্ক রবিনস ম্যাচের শেষ দিকে এক বলবয় বল কুড়িয়ে খেলোয়াড়কে ফেরত দিতে একটু দেরি করায় তার সমালোচনা করেছিলেন। সে জন্য সেই বলবয়ের ওপর খেপেছিলেন উলভসের কোচ রবিনস। এফএ কাপ কোয়ার্টার ফাইনাল ও প্রিমিয়ার লিগে এবারের মরসুমে গত বছর ডিসেম্বরে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে বলবয়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন ফুলহাম গোলকিপার বার্নড লেনো।সেইসব ঘটনার পরিপ্রেক্ষিতেইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এই নিয়মের পরিবর্তন আনলেন।


You might also like!