Game

4 months ago

T20 World Cup 2024 : চার স্পিনার নিয়ে সাফল্য পাবে ভারত ? বিশ্বকাপের আগে প্রশ্ন মাইকেল ক্লার্কের

Michael Clarke
Michael Clarke

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃচার স্পিনার, তিন সিমার এবং একজন বোলিং অলরাউন্ডার। এই কৌশল নিয়ে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার এই কৌশলকে এবার সমালোচনা করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। এক সাক্ষাৎকারে ক্লার্ক জানিয়েছেন, এত স্পিনার নিয়ে ভারতের এই কৌশল ক্লিক নাও হতে পারে। তাঁর যুক্তি, আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের পিচে বল কতটা ঘুরবে তা নিয়ে সন্দেহ রয়েছে।

যদিও ক্লার্কের সঙ্গে একমত নন অস্ট্রেলিয়ার আর এক প্রাক্তন শেন ওয়াটসন। ওয়াটসনের দাবি, ২০ দলের বিশ্বকাপে সেরা স্পিন আক্রমণ ভারতের হাতে। কারণ, কুলদীপ, চাহালের সঙ্গে টিম ইন্ডিয়ার প্রাপ্তি জাডেজা এবং অক্ষর প্যাটেল। তাই ওয়াটসনের মতে, বল যতটাই ঘুরুক, বিপক্ষের কাছে ত্রাস হবেন চার ভারতীয় স্পিনার।

এবার বিশ্বকাপের দল তৈরি করতে বসে গোড়া থেকেই স্পিনারদের উপরে আস্থা দেখিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। ভারত ছাড়ার আগেও অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে গিয়েছেন, মার্কিন মুলুকে ভারত সাফল্য পেলে তার নেপথ্যে থাকবেন স্পিনারাই।


You might also like!