Game

7 months ago

Wriddhiman Saha :ঘরোয়া ক্রিকেট নিয়ে ‘বিদ্রোহী’ ঋদ্ধিমান,ঈশান-শ্রেয়স বিতর্কে বোর্ডের উলটো সুর ঋদ্ধির মুখে

Wriddhiman Saha
Wriddhiman Saha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কার্যত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে মুখ খুললেন ঋদ্ধিমান সাহা। ঈশান কিষান এবং শ্রেয়স আইয়ার পর্বে এবার ঢুকে গেলেন ঋদ্ধিমান সাহাও। সরাসরি দুই ক্রিকেটারের পাশে না দাঁড়ালেও ঘুরিয়ে বঙ্গ উইকেটরক্ষক যে বার্তা দিলেন, তার সারমর্ম এই যে এভাবে কাউকে ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য করা যায় না।

আসলে বিসিসিআই (BCCI) জানিয়ে দিয়েছে, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ফুটবলারদের অবসর সময়ে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। বিশেষ করে জাতীয় দলের তিন ফরম্যাটে যেসব ক্রিকেটাররা নিয়মিত খেলেন না, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম আরও কঠোরভাবে বলবত হবে। বোর্ডের নির্দেশকে উপেক্ষা করে ঘরোয়া ক্রিকেট না খেলায় কিষান ও আইয়ারের উপরে সন্তুষ্ট নয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআইয়ের (BCCI) নতুন চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে দুই তারকাকে। সেই নিয়ে বিতর্কের ঝড় দেশের ক্রিকেটমহলে।

এ প্রসঙ্গে ঋদ্ধিমান সাহাকে প্রশ্ন করা হলে বোর্ডের এই সিদ্ধান্তের সঙ্গে একপ্রকার ভিন্নমত পোষণ করেছেন তিনি। ঋদ্ধির বক্তব্য, “না চাইলে কাউকে ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য করা ঠিক নয়। আমার মতে, কাউকে কোনও কাজ করতে বাধ্য করা ঠিক নয়। তবে এটা বোর্ডের সিদ্ধান্ত। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ব্যক্তিগত ব্যাপার।” নিজের উদাহরণ টেনে ঋদ্ধি বলছেন, “ক্রিকেটারের কাছে যে কোনও ম্যচ গুরুত্বপূর্ণ। আমি নিজে যখনই ফিট থাকি, কোনও না কোনও ম্যাচ খেলি। ক্লাবের হয়ে, রাজ্যের হয়ে।”

ঋদ্ধিও অবশ্য ঘরোয়া ক্রিকেটকে আলাদা গুরুত্ব দিচ্ছেন। তিনি বলছেন, “আমার মতে ঘরোয়া ক্রিকেট ভীষণ গুরুত্বপূর্ণ। সরফরাজ খানের কথাই যদি বলা হয়, গত ৪-৫ বছরে ও কিন্তু প্রচুর রান করেছে। সেকারণেই ও এত সফল।”


You might also like!