
মাদ্রিদ, ১৫ ডিসেম্বর: সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। লিগ,চ্যাম্পিয়ন্স লিগ সব জায়গাতেই কখনও হার,ড্র আবার কখনও জয় এই ভাবেই কাটছে রিয়াল মাদ্রিদের। এর মধ্যে রবিবার আলাভেসকে হারিয়ে কিছুটা স্বস্তি পেল লস ব্লাঙ্কোসরা।লিগায় রবিবার রাতে কিলিয়ান এমবাপে ও রদ্রিগোর গোলে ২-১ গোলে আলাভেসকে হারাল রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে বার্সিলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনলো রিয়াল মাদ্রিদ ।
২৪তম মিনিটে জুড বেলিংহ্যামের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে ফিনিশিংয়ে গোল করেন এমবাপে। লা লিগায় এটি এমবাপের ১৭তম গোল। এই মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে তার গোল হলো ২৬টি। আর রিয়াল মাদ্রিদের জার্সিতে সব মিলিয়ে ৭০ গোলে পৌঁছে গেলেন বিশ্বকাপ জয়ী তারকা।
দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে আলাভেসের হয়ে বদলি খেলোয়াড় কার্লোস ভিনসেন্ত গোল করে দলকে সমতায় ফেরান। তবে শেষ পর্যন্ত স্বস্তির গোলটি আসে রদ্রিগোর পা থেকে ৭৬ মিনিটে। ভিনিসিউস জুনিয়রের পাস ধরে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান উইঙ্গার। এই জয়ে ১৭ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সিলোনা। আগামী বুধবার কোপা দেল রের শেষ বত্রিশে, তৃতীয় স্তরের দল আর সিএফ তালাভেরার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
