Game

2 months ago

Paris Olympics : বিখ্যাত ক্রীড়াবিদদের জন্য বিপুল অর্থ ‍ ‍বিনিয়োগ ভারতের ক্রীড়া মন্ত্রকের

Paris Olympics (symbolic picture)
Paris Olympics (symbolic picture)

 

কলকাতা, ২৩ জুলাই : ভারতীয় ক্রীড়া মন্ত্রক প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী বিখ্যাত ক্রীড়াবিদদের জন্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। যারা দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে অংশ নিয়েছেন।

নীরজ চোপড়া - জ্যাভলিন: নীরজ চোপড়া ভারতীয় অ্যাথলেটিক্সে এক উজ্জ্বল নাম।গত অলিম্পিকে তিনি ভারতকে সোনা এনে দিয়েছেন। এবারও তার উপর প্রত্যাশা অনেক। তাই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক তার উপর মোট ৫.৭২ কোটি টাকা তার উপর বিনিয়োগ করেছেন। সাত্ত্বিকসাইরাজ র‍্যাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি - ব্যাডমিন্টন পুরুষদের ডাবলস: ক্রীড়া মন্ত্রক তাদের জন্য ৫.৬২ কোটি টাকা বিনিয়োগ করেছে।

পিভি সিন্ধু - ব্যাডমিন্টন: পিভি সিন্ধু রিও ২০১৬ থেকে রৌপ্য এবং টোকিও ২০২০-এ ব্রোঞ্জ জিতেছেন৷ এবারও তার ওপর প্রত্যাশা অনেক। তার জন্য ক্রীড়া মন্ত্রক ৩.১৩ কোটি টাকা বিনিয়োগ করেছে৷ ভারতীয় পুরুষ হকি দল: টোকিওতে, ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ দিয়ে দেশের ৪১বছরের দীর্ঘ খরার অবসান ঘটিয়েছে। ক্রীড়া মন্ত্রক এই ইভেন্টের জন্য ৪১.৮১ কোটি টাকা বিনিয়োগ করেছে।

মীরাবাই চানু - ভারোত্তোলক: টোকিওতে রৌপ্য জেতা মীরাবাঈ চানুর জন্য ক্রীড়া মন্ত্রণালয় ২.৭৪ কোটি বিনিয়োগ করেছেন।

মনু ভাকের - শুটিং: মনু ভাকের প্যারিসে তার টোকিও বিপর্যয় কাটিয়ে উঠতে চাইবেন। যাতে তিনি এবার প্যারিসে ভালো কিছু করতে পারেন তার জন্য ক্রীড়া মন্ত্রক তার উপর ১.৬৮ কোটি বিনিয়োগ করেছে।

সিফট কৌর সামরা - শুটিং: তিনি হ্যাংজুতে ভারতের প্রথম ব্যক্তিগত শ্যুটিং এশিয়াড সোনা জিতেছেন। তিনি প্যারিসে সেই ফর্মটি যাতে ধরে রাখতে পারেন তার জন্য ক্রীড়া মন্ত্রক থেকে ১.৬৩ কোটি বিনিয়োগ করেছে।

রোহন বোপান্না - টেনিস: এই টেনিস কিংবদন্তি প্যারিসে অ্যাকশনে ফিরবেন এই আশায় ক্রীড়া মন্ত্রক তার জন্য ১.৫৬ কোটি বিনিয়োগ করেছেন।

মানিকা বাত্রা - টেবিল টেনিস: টিটি থেকে একটি পদক পেতে ক্রীড়া মন্ত্রক তার ওপর ১.৩০ কোটি বিনিয়োগ করেছে। নিখাত জারিন এবং লভলিনা বড়গোহাইন - বক্সিং: জারিন ভালো পারফরমেন্স দেখিয়ে অলিম্পিকে অংশগ্রহণ করছে। আর লভলিনার একটি অলিম্পিক ব্রোঞ্জ রয়েছে। ক্রীড়া মন্ত্রক জারিন এবং লভলিনার উপর যথাক্রমে ৯১.৭১ লক্ষ এবং ৮১.৭৬ লক্ষ বিনিয়োগ করেছে।

ভিনেশ ফোগাট - কুস্তি: এটি তার তৃতীয় অলিম্পিক হবে এবং তিনি ক্রীড়া মন্ত্রণালয় থেকে ৭০.৪৫ লাখ বিনিয়োগ পেয়েছেন ।

অলিম্পিকে ইভেন্টগুলোতে সরকার কত খরচ করেছে-

*তীরন্দাজ: ৩৯.১৮ কোটি টাকা।

*অ্যাথলেটিক্স: ৯৬.০৮ কোটি।

*ব্যাডমিন্টন: ৭২.০৩ কোটি।

*বক্সিং: ৬০.৯৩ কোটি।

*অশ্বারোহী: ৯৫.৪২ লক্ষ।

*গলফ: ১.৭৪ কোটি।

*হকি: ৪১.৪৩ কোটি।

*জুডো: ৬.৩৩ কোটি।

*রোয়িং: ৩.৯৪ কোটি।

*পালতোলা: ৩.৭৮ কোটি।

*শুটিং: ৬০.৪২ কোটি।

*সাঁতার: ৩.৯০ কোটি।

*টেবিল টেনিস: ১২.৯২ কোটি।

*টেনিস: ১.৬৭ কোটি।


You might also like!