Game

2 months ago

Palestinian swimmer : বুকে দেশের পতাকা এঁকে শান্তির বার্তা দিলেন প্যালেস্তাইনের সাঁতারু বাওয়াব

Palestinian swimmer (symbolic picture)
Palestinian swimmer (symbolic picture)

 

প্যারিস, ২৯ জুলাই : প্যালেস্তাইন-ইজরাইলের যুদ্ধ অলিম্পিকেও বিরাজ করছে। যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তাইনের সাঁতারু ইয়াজিন আল বাওয়াব এবার অলিম্পিকে এসেছেন। তিনি পুলে ঝাঁপ দেওয়ার আগে তার বুকে আঁকা ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরেছেন। এই প্যালেস্তাইনের সাঁতারুর অলিম্পিকে অভিনব কৌশলে শান্তির বার্তা দিতে দেখে সবাই বিস্মিত!

প্যারিস অলিম্পিকে ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের প্রথম হিটে পুলে নেমে আল বাওয়াব ৫৮.২৬ সেকেন্ডে সময়ে শেষ করে হিটে তৃতীয় হন। সেমিফাইনালে উঠতে পারেননি এই সাঁতারু। তবে অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত প্যালেস্তাইনের এই সাঁতারু। আল বাওয়াব বলেছেন, 'ফ্রান্স প্যালেস্তাইনকে স্বীকৃতি দেয়নি। তাই শান্তির বার্তা দিতে এখানে এসেছি বুকে পতাকা এঁকে।

You might also like!