Game

1 month ago

Napoli Win Serie: ইন্টারের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে সিরি আ শিরোপা নিজেদের করে নিলো নাপোলি

Napoli Win 2024-25 Serie A  title
Napoli Win 2024-25 Serie A title

 

নাপোলি, ২৪ মে : দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে শুক্রবার শেষ রাউন্ডে কাইয়ারিকে ২-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো লিগ চ্যাম্পিয়ন হলো নাপোলিl গত তিন মরসুমের মধ্যে দ্বিতীয় বারের মতো সিরি আ চ্যাম্পিয়ন হল নাপোলি। শিরোপা নিশ্চিতের ম্যাচে নাপোলির হয়ে গোল দুটি করেন স্কট ম্যাকটনিমে ও রোমেলু লুকাকু। ইন্টারের চেয়ে এক পয়েন্ট এগিয়ে চ্যাম্পিয়ন হলো নাপোলি। ৩৮ ম্যাচে ২৪ জয় ও ১০ ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে মরসুম শেষ করেছে চ্যাম্পিয়ন নাপোলি। রানার্সআপ ইন্টার মিলানের পয়েন্ট ৮১। লিগ শিরোপা হারিয়ে ইন্টারের চোখ এখন চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে আকাঙ্খিত টুর্নামেন্টটির ফাইনালে শিরোপার লক্ষ্যে ৩১ মে পিএসজির মুখোমুখি হবে তারা।


You might also like!