Game

7 months ago

Mohammed Shami:ফের শামিতে আপ্লুত মোদী, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন’, আবেগতাড়িত উত্তর ভারতীয় পেসারের

Mohammed Shami on Prime Minister Narendra Modi's chest after the World Cup final
Mohammed Shami on Prime Minister Narendra Modi's chest after the World Cup final

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপের ফাইনালে হারের দিন মহম্মদ শামিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি খেলা শেষে ড্রেসিংরুমে প্রবেশ করেছিলেন। সকল ক্রিকেটারের সঙ্গে কথা বলে ম্যাচ হারের সান্ত্বনা দিয়েছিলেন।মঙ্গলবার সেই শামির জন্য তাড়াতাড়ি সুস্থ হওয়ার বার্তা দিলেন তিনি। দেশের প্রধানমন্ত্রীর বার্তা পেয়ে আপ্লুত শামিও।

বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটের বাইরে শামি। তাঁর গোড়ালিতে চোট রয়েছে। অস্ত্রোপচার করানো হয়েছে। সেই ছবি সোমবার রাতে পোস্ট করেন শামি। সমাজমাধ্যমে সেই ছবি দেখে মোদী তাঁর উদ্দেশে লেখেন, “আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি। আমি আশাবাদী, আপনার এই চোট দ্রুত সেরে যাবে। সাহসের সঙ্গে আপনি এই সময়ের মোকাবিলা করবেন।”

মোদীর এই পোস্টের পরে উত্তর দেন শামিও। তিনি লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগত ভাবে আমার জন্য কিছু লিখেছেন। এটাই পরম প্রাপ্তি। তিনি আমার দ্রুত সুস্থতার কামনা করেছেন। তাঁর এই বার্তা আমার খুবই ভাল লেগেছে। মোদী স্যরকে ধন্যবাদ। আমি দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা করছি। সেই সঙ্গে সকলকে ধন্যবাদ আমার সুস্থতা কামনা করার জন্য।”

এর আগে শামি হাসপাতালের বিছানায় শুয়ে নিজের কিছু ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছিলেন, “আমার গোড়ালির অস্ত্রোপচার সফল ভাবে হয়েছে। সুস্থ হতে সময় লাগবে। খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে চাই।”

এ বারের আইপিএলে খেলতে পারবেন না শামি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁকে পাওয়ার সম্ভাবনা কম। এমন অবস্থায় শামি আবার কবে দেশের জার্সিতে খেলবেন তা এখনই বলা যাচ্ছে না।


You might also like!