ফ্লোরিডা, ৭ এপ্রিল: রবিবার রাতে ফ্লোরিডার ফোর্ট লডারডেলে একের পর এক সুযোগ হারিয়ে শেষ পর্যন্ত জিততে পারল না মায়ামি। উল্টে টরন্টোর ফেদেরিকো বার্নার্ডেস্কির গোলে পিছিয়ে পড়েছিল তারাই। শেষ পর্যন্ত ত্রাণকর্তা হয়ে লিওনেল মেসিই গোল করে সমতায় ফিরিয়ে দলকে হারের হাত থেকে বাঁচালেন। মায়ামিতে যোগ দেওয়ার পর মেসির মোট গোল হয়ে গেল ৪০টি। গোলের রেকর্ড তিনি আগেই গড়েছেন। মেজর লিগ সকারের ম্যাচে টরন্টো এফসির সঙ্গে ইন্টার মায়ামির লড়াই শেষ হয় ১-১ গোলে।
এই ড্রয়ে শীর্ষস্থান থেকে এক ধাপ নেমে গেল মায়ামি, তবে একটি খেলা কম খেলেছে তারা। অনেক দিন পর কোচ হাভিয়ের মাসচেরানো পুরো দল পেয়েছিলেন। গোলকিপার ড্রেক ক্যালেন্ডার ফিরেছেন চোট কাটিয়ে। সঙ্গে মেসি, জর্দি আলবা, সের্হিও বুসকেতস, লুইস সুয়ারেসরা সবাই ছিলেন। কিন্তু তা সত্ত্বেও ঘরের মাঠে পয়েন্ট তালিকার তলানিতে থাকা টরেন্টার সঙ্গে জিততে পারল না মেসিরা। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে এখন দুইয়ে আছে মেসিরা। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস ক্রু। আর ৭ ম্যাচে কোনও জয় নেই টরন্টোর। ৩ পয়েন্ট নিয়ে শেষ থেকে দুইয়ে আছে টরেন্টো।