Game

6 months ago

La Liga: লা লিগা: ১০ জনের পালমাসের বিপক্ষে কষ্টের জয় বার্সার

Rafinha celebrates after the goal
Rafinha celebrates after the goal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবার্সেলোনা ১: ০ লাস পালমাস

রাফিনিয়া ৫৯ মিনিটে গোল করার পরই ব্যাপারটা পরিস্কার হয়ে যায়। বার্সেলোনার হয়ে গোল করে ব্রাজিলিয়ান উইঙ্গার কখনো হারেননি (১৩ জয়, ২ ড্র)। অর্থাৎ, লাস পালমাসের বিপক্ষে এই ম্যাচে আর যাই হোক, বার্সার হারের সম্ভাবনা নেই। পয়েন্ট টেবিলে শীর্ষ দশের বাইরে থাকা দলটি পরিসংখ্যানের এই দাবিকে মিথ্যা প্রমাণ করতে পারেনি। পালমাসের বিপক্ষে প্রত্যাশিত জয়-ই পেয়েছে বার্সা। তবে জয়ের ব্যবধানটা মাত্র ১-০। বার্সা কোচ জাভি হার্নান্দেজ কি এমন জয়ে সন্তুষ্ট? সম্ভবত না।

অতৃপ্তি থেকে যাওয়ার অন্যতম কারণ হতে পারে ম্যাচের ২৫ মিনিটে রেফারি একটি লাল কার্ড দেখানোর পর সুযোগের স্বদব্যহার করতে না পারায়। এখানেও জড়িয়ে রাফিনিয়ার নাম! সের্হি রবের্তোর দারুণ এক পাস ধরতে ছুটছিলেন ব্রাজিলিয়ান তারকা। পালমাস গোলকিপার আলভারো ভায়েস দৌড়ে বক্সের বাইরে গিয়ে তাঁকে কুংফু কায়দায় ফাউল করে লাল কার্ড দেখেন। ম্যাচের বাকি সময় পালমাস ১০ জন নিয়ে খেললেও বার্সা সেই সুযোগটা নিতে পারল কোথায়!

রবার্ট লেভানডফস্কি-হোয়াও ফেলিক্সরা যেমন সুযোগ নষ্ট করেছেন, তেমনি ভাগ্যও সহায় হয়নি। ৭৭ মিনিটে বক্সের ভেতরে পালমাস গোলকিপারকে একা পেয়েও বল ক্রসবারে মারেন ফেলিক্স। প্রথমার্ধে ৩৫ মিনিটে লেভার হেডও ক্রসবারে লেগেছে। ম্যাচের ৪ মিনিটে পোলিশ তারকার গোল অফসাইডের কারণে বাতিল হয়। ২০ মিনিটে আবারও গোল বাতিল! এবার অফসাইড রাফিনিয়া। 

সতীর্থের পাস পেয়ে পালমাসের এক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন রাফিনিয়া। কিন্তু ভিএআর জানিয়ে দেয় অফসাইড ছিলেন তিনি। গোলটি বাতিল করা নিয়ে পক্ষে-বিপক্ষে সরব হয়ে উঠেছিল সামাজিক যোগাযোগমাধ্যম।শেষ পর্যন্ত রাফিনিয়া গোল পেয়েছেন ফেলিক্সের দারুণ এক চিপের কল্যাণে। বাতাসে ভাসানো পাসটি থেকে হেডে গোল করেন।

এই জয়ে ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রইল বার্সা। ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। টেবিলে তৃতীয় জিরোনার সঙ্গে ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে বার্সা। ২৯ ম্যাচে জিরোনার সংগ্রহ ৬২ পয়েন্ট। আজ রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে রিয়াল। জিরোনার প্রতিপক্ষ রিয়াল বেটিস।

You might also like!