Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Game

1 week ago

Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায়

Suryakumar Yadav  and Khushi Mukherjee
Suryakumar Yadav and Khushi Mukherjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সাহসী ফ্যাশন আর বিতর্কিত জীবনশৈলীর জন্য সমাজমাধ্যমে খুশি মুখোপাধ্যায় একটি পরিচিত নাম। মাঝেমধ্যেই অন্তর্বাস ছাড়া বা খোলামেলা পোশাকে ক্যামেরার সামনে ধরা দিয়ে নেটিজেনদের নজর কাড়েন তিনি। তবে এবার কোনো ছবি নয়, তাঁর একটি মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে ক্রীড়া ও বিনোদন জগতে। খুশির দাবি, ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব নাকি একসময় তাঁকে নিয়মিত মেসেজ পাঠাতেন।

ধারাবাহিক, সিনেমায় ছোটখাট পার্শ্বচরিত্রে অভিনয় করলেও খুশি পরিচিত পান রিয়ালিটি শো ‘স্পিটস ভিলা’র দৌলতেই। আদতে কলকাতার কন্যা। মুম্বইতে পড়তে গিয়েই গ্ল্যামার দুনিয়ার সঙ্গে পরিচয়। দক্ষিণী ইন্ড্রাস্টিতে সিনেমা অভিনয় শুরু হলেও সেভাবে ছাপ ফেলতে পারেননি। তার পর বেশ কিছু হিন্দি ছবিতে ছোট ছোট চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তবে পায়ের তলায় মাটি শক্ত হয়নি। বরং সবচেয়ে চর্চায় এসেছেন প্যান্টিহীন পোশাক পরে প্রকাশ্যে ঘুরেই।

সেই খুশির মুখে এবার সূর্যর নাম। তা ভারতের ক্রিকেটের সঙ্গে যারা অল্পবিস্তরও পরিচিত, তাদের মুখে সূর্যর নাম আসতেই পারে। বিশেষ করে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূর্য ভারতীয় দলের অধিনায়ক। কিন্তু না, খুশি যা বললেন, তাতে অনেকে রহস্যজনক গন্ধ পাচ্ছেন। খুশিকে প্রশ্ন করা হয়, কোনও ক্রিকেটারের সঙ্গে প্রেম করবেন কি না? তাতে ‘বোল্ড’ বঙ্গ কন্যা বলেন, “আমি কোনও ক্রিকেটারের সঙ্গে ডেট করতে চাই না। তবে অনেক ক্রিকেটারই আমার পিছনে পড়েছিল। সূর্যকুমার যাদব যেমন একসময় আমাকে খুব মেসেজ করত। এখন আমরা খুব বেশি কথা হয় না। আমি চাইও না কোনও ক্রিকেটারকে আর এর মধ্যে টানতে।”

মনে করিয়ে দেওয়া যাক, সূর্যকুমার ২০১৬ সাল থেকে বিবাহিত। দেবিশা শেট্টির সঙ্গে তাঁর সম্পর্ক শুরু ২০১০ সাল থেকে। তাহলে কি সম্পর্কে থাকাকালীনই খুশির সঙ্গে গল্পগুজব করতেন সূর্য? অবশ্য সূর্য এই ব্যাপারে কিছু জানাননি। আর খুশিও বলেননি সূর্য কী মেসেজ করতেন। উল্লেখ্য, মাস কয়েক আগেই প্যান্টি ছাড়া কোমর পর্যন্ত চেরা এক পোশাক পরে বেরিয়ে ফটোশিকারিদের লেন্সবন্দি হয়েছিলেন খুশি মুখোপাধ্যায়। এক ক্যাফের বাইরে দাঁড়িয়ে যখন পোজ দিচ্ছিলেন, তখন হাওয়ায় তাঁর পোশাক বেসামাল হয়ে গোপনাঙ্গ দেখার জোগাড় হয়েছিল! সেই খুশির মুখে সূর্যর মেসেজের কথা টিপ্পনি কাটতে ছাড়ছেন না নেটিজেনরা।

You might also like!