Game

2 months ago

women's Asia Cup semi-final on Friday:শুক্রবার মেয়েদের এশিয়া কাপ সেমিফাইনালে ভারত মুখোমুখি হচ্ছে বাংলাদেশের

women's Asia Cup semi-final on Friday
women's Asia Cup semi-final on Friday

 

কলকাতা, ২৬ জুলাই : এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্ট এশিয়া কাপ। মেয়েদের এশিয়া কাপ সেমিফাইনালে শুক্রবার ভারতের মুখোমুখি বাংলাদেশ। শক্তির বিচারে টাইগ্রেসদের চেয়ে অনেক এগিয়ে ভারত। তবে এশিয়া কাপে ভারতের বিপক্ষে জয়ের সুখস্মৃতি রয়েছে নিগার সুলতানা জ্যোতিদের।

ডাম্বুলায় এদিন দুপুর আড়াইটায় সেমিফাইনাল ম্যাচ শুরু হবে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। গ্রুপ পর্ব-এর তিনটি ম্যাচ খেলে তিনটিতেই দাপুটে জয় পেয়েছে ভারত। অন্যদিকে, বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট শুরু করে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে।ধারে-ভারে ভারত বাংলাদেশের থেকে অনেকটা এগিয়ে থাকলেও আজকের ম্যাচে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত। এই ম্যাচ নিয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে ভারতের ওপেনার শেফালি ভার্মা বলেছেন, ‘ বাংলাদেশের থেকে আমরা এগিয়ে কি পিছিয়ে এ নিয়ে ভাবছি না। আমরা মাঠে কঠোর পরিশ্রম করেছি। আশা করি তিনটি বিভাগের প্রতিটিতেই আমরা বাংলাদেশের বিপক্ষে ভালো খেলব। আমাদের ব্যাটিং ও বোলিং ইউনিট যথেষ্ট শক্তিশালী সেটি আমরা দেখিয়েছি। তবে আমাদের আরও উন্নতি করতে হবে।’

শেফালি ভার্মা আরও বলেন, ‘আগের ম্যাচে কি করেছি এ নিয়ে ভাবছি না।সেমিফাইনাল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনুশীলনে অনেক পরিশ্রম করেছি, আশা করি আজ নিজেদের পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব।’

You might also like!