Game

4 days ago

Champions League: চ্যাম্পিয়নস লিগ, সিটির কাছে হারল রিয়াল মাদ্রিদ

Real Madrid 1-2 Man City, Champions League
Real Madrid 1-2 Man City, Champions League

 

সান্তিয়াগো, ১১ ডিসেম্বর : চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির কাছে । পিছিয়ে পড়েও সান্তিয়াগো বের্নাবেউয়ে দারুণ এক জয় পেল ম্যানচেস্টার সিটি। আর ঘরের মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে এটা রিয়ালের টানা দ্বিতীয় হার। রদ্রিগোর চমৎকার ফিনিশিংয়েই শুরুতে এগিয়ে যায় রিয়াল। নিকো ও’রাইলির সৌভাগ্যের গোলে সমতায় ফেরার পর, আর্লিং হলান্ডের সফল স্পট কিকে জয় পায় সিটি। ৪৮ শতাংশের বেশি সময় বল নিজেদের দখলে রেখে গোলের জন্য ১২ শট নিয়ে আটটি লক্ষ্যে রাখে সিটি। বল দখলে এগিয়ে থাকা রিয়াল গোলের জন্য ১৬টি শট নিয়েও মাএ একটি শটই রাখতে পারে লক্ষ্যে! ৬ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে রিয়াল। আর ৬ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে চারে সিটি। ৬ ম্যাচে টানা ৬ জয় পাওয়া আর্সেনাল ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। ১৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বায়ার্ন মিউনিখ।

You might also like!