Game

7 months ago

Hardik Pandya: রান নিয়ে মন্তব্য করতেই কটাক্ষ হার্দিককে!

Hardik Pandya (File Picture)
Hardik Pandya (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হার্দিক পান্ডিয়া বিতর্ককে দূরে ঠেলে এবার মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিতে নামছে। লক্ষ্য এবার মুম্বইকে চ্যাম্পিয়ন করে ষষ্ঠবার ট্রফি জেতানো। তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক করার পর কম বিতর্ক হয়নি। রোহিত শর্মাকে সরিয়ে তাঁকে ক্যাপ্টেন করা মেনে নেয়নি অনেকেই। ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে তাঁকে। ট্রোলিংয়ের রেশ কাটতে না কাটতেই এবার হার্দিককে ফের ট্রোলড হতে হল নিজের মন্তব্যের জন্য।

গুজরাট টাইটান্সকে প্রথমবারে চ্যাম্পিয়ন করে হার্দিক পান্ডিয়া দেখিয়ে দিয়েছেন তাঁর নেতৃত্বদানের ক্ষমতা। তিনি প্রথমবার শুধু দলকে চ্যাম্পিয়নই করেননি, দ্বিতীয়বার রানার্স আপ করিয়েছেন। তিনি এবার রোহিত শর্মাকে সরিয়ে মুম্বইয়ের হটসিটে বসছেন। ৫ বার মুম্বইকে চ্যাম্পিয়ন করা রোহিতকে সরিয়ে হার্দিকের অধিনায়ক হওয়া অনেকেই ভালো চোখে দেখেননি। তবে হার্দিকের অবশ্য তাতে পরোয়া নেই। তিনি স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে পরিষ্কার জানালেন হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ নয়। তাঁর নজরে ম্যাচ জেতানো ইনিংস।

হার্দিকের এই মনোভাবের জন্য এবার তিনি ট্রোলড হলেন। তিনি সাক্ষাৎকারে বলেন, ‘পরিসংখ্যান একটা সংখ্যামাত্র। আমি হাফসেঞ্চুরি বা সেঞ্চুরিতে বিশ্বাস করি না। এগুলো সময়ের অপচয়।’ এতেই সমর্থকদের একাংশ তাঁকে ট্রোলড করেন। সমর্থকরা মন্তব্য করেন, ‘হার্দিক শুধু চোটে বিশ্বাস করে।’ অপর সমর্থক বলেন, ‘আগে পরিসংখ্যান বানাও তারপর সেই ব্যাপারে কথা বলো।’

বিগত কয়েক বছর ধরে হার্দিক পান্ডিয়া পুরো মরশুমে ক্রিকেটকে দিতে পারছেন না। তাঁর চোট আঘাত সারাতে সময় লাগছে। তিনি ফিট থাকলে বিপক্ষের ঘুম উড়িয়ে দিতে পারেন। কিন্তু তাঁর ফিটনেসই নেই এখন। শেষ কয়েক বছরে তাঁর ঘনঘন চোটের জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হচ্ছেন। কারণ তিনি বেশিরভাগ সময় চোট পেয়ে বাইরে থাকছেন। ওডিআই বিশ্বকাপের সময় থেকে তিনি চোট পেয়ে বাইরে আছেন, এবার IPL-এ তিনি ফিরবেন। অতীতেও দেখা গিয়েছে তিনি চোট পেয়ে লম্বা সময় বাইরে থেকে ফিরেছিলেন IPL-এ।

এবার IPL-এ হার্দিক পান্ডিয়ার সামনে রয়েছে একাধিক চ্যালেঞ্জ। প্রাক্তন তারকাদের মধ্যে অনেকেই জানিয়েছেন, দলের সব প্লেয়ারকে একসঙ্গে রাখাই এখন হার্দিকের সামনে লক্ষ্য হবে। কারণ হার্দিক অধিনায়ক হওয়ার পর নাম না করে পোস্ট করেছিলেন জসপ্রীত বুমরাহ ও সূর্যকুমার যাদব। রোহিতের পর তাঁরাই ছিলেন অধিনায়কের দাবিদার, সেখানে হার্দিক অন্য দল থেকে এসে অধিনায়কত্ব করেছেন সেটা মানতে পারেননি তাঁরা। 

You might also like!