Game

2 months ago

ফ্রান্স অলিম্পিকের আগে অভিবাসীদের প্যারিস থেকে বের করে দিয়েছে

Paris Olympics (symbolic picture)
Paris Olympics (symbolic picture)

 

প্যারিস, ১২ জুলাই ঃ ফরাসি সরকার অলিম্পিকের আগে হাজার হাজার অভিবাসীকে প্যারিস থেকে বের করে দিয়েছে। অভিবাসীরা বলেছেন তাদের অন্য জায়গায় আবাসনের প্রতিশ্রুতি দেওয়া সত্বেও তেমন কিছু করা হয়নি। অলিম্পিক ভিলেজটি প্যারিসের সবচেয়ে দরিদ্র শহরতলির একটিতে তৈরি করা হয়েছে ,যেখানে হাজার হাজার মানুষ রাস্তার ছাউনি, আশ্রয়কেন্দ্র বা পরিত্যক্ত ভবনে বাস করত। প্যারিসের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ক্রিস্টোফ নোয়েল ডু পেরাতের মতে, গত এক বছরে শহরের চারপাশে, পুলিশ এবং আদালত প্রায় ৫ হাজার মানুষকে উচ্ছেদ করেছে। ম্যাক্রোঁর সরকারের কর্মকর্তারা এনিয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে তারা বলেছেন যে প্যারিসের জরুরি আবাসন ঘাটতি দূর করার উদ্দেশ্যে এটি একটি স্বেচ্ছাসেবী কর্মসূচি। প্যারিসে এবং এর আশেপাশে বসবাসকারী ১ লক্ষ গৃহহীন মানুষের জন্য পর্যাপ্ত আশ্রয়ের জায়গা নেই। সরকার গত বছর সারা দেশে ১০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে। অলিম্পিকের কেন্দ্রবিন্দু হল সেইন-সেন্ট-ডেনিস, যেখানে মোটামুটি তিন জনের মধ্যে এক জন অভিবাসী - দেশের সর্বোচ্চ শতাংশ সরকার এলাকাটির পুনর্নির্মাণে কোটি কোটি টাকা ব্যয় করেছে।

You might also like!