Game

4 months ago

ICC's New Stop-clock Rule :প্রথমবারের মতো বিশ্বকাপে থাকছে "স্টপ ক্লক"

ICC's New Stop-clock Rule
ICC's New Stop-clock Rule

 

কলকাতা, ২৯ মে :এবার বিশ্বকাপে নতুন কিছু নিয়ম থাকছে। যেমন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষ করতে হবে ৩ ঘণ্টা ১০ মিনিটের মধ্যে। একেকটা ইনিংস শেষ করতে হবে ১ ঘণ্টা ২৫ মিনিটে। ইনিংস বিরতি থাকবে ২০ মিনিট করে। আর ম্যাচে বরাবরের মতোই দুই দল দুটি করে রিভিউ পাবে।

যে জিনিসটা এবার সবচেয়ে বেশি লক্ষণীয় তাহল এবার প্রথমবারের মতো বিশ্বকাপে থাকছে “স্টপ ক্লক”, মানে একটা ওভার শেষ হওয়ার পরের ১ মিনিটের মধ্যেই ২য় ওভার শুরু হবে। এর জন্য বোলারকে প্রস্তুত থাকতে হবে। যেমনটা ব্যাটারদের ক্ষেত্রে রয়েছে, এক ব্যাটার আউট হওয়ার পরবর্তী দুই মিনিটের মধ্যে তাদের ক্রিজে এসে বোলারের বল মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হয়।

অন্যদিকে, বৃষ্টির কারণে খেলায় বিঘ্ন ঘটলে ম্যাচের রেজাল্টের জন্য প্রতিটি দলকে ন্যূনতম ৫ ওভার খেলতে হবে। এই নিয়ম থাকবে গ্রুপ পর্বের ম্যাচে এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচে।আর সেমিফাইনাল ও ফাইনালের জন্য সেটি হবে ১০ ওভার। রিজার্ভ ডে নেই এমন ম্যাচে নির্ধারিত ৫ ওভারের খেলা আবহাওয়ার জন্য শুরু করা না গেলে ডিএলএস পদ্ধতিতে ম্যাচের ফল নির্ধারণ হবে।


You might also like!