Game

4 days ago

AFC Challenge League: বুধবার কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি তুর্কমেনিস্তানের এফসি আরকাদাগ

East Bengal players during the ISL
East Bengal players during the ISL

 

কলকাতা, ৫ মার্চ : বুধবার সল্টলেক স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তুর্কমেনিস্তানের এফকে আরকাদাগের মুখোমুখি হবে। ইস্ট বেঙ্গল এফসি এই ম্যাচে ভালো পারফরমেন্স দেখিয়ে ঘরোয়া মঞ্চে তাদের সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে উঠতে চাইবে। মোহনবাগান এসজি এর আগে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু থেকে বিদায় নেওয়ার পর, ইস্টবেঙ্গল মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে একমাত্র ভারতীয় দল হিসেবে রয়েছে।

ইস্টবেঙ্গল ১২ মার্চ আরকাদাগে ফিরতি লেগে যাওয়ার আগে ঘরের মাঠে জয় পেতে এবং প্রাথমিকভাবে সুবিধা অর্জন করতে আগ্রহী হবে। ভুটানে গ্রুপ লিগ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর ইস্টবেঙ্গলকে নকআউট পর্বে খেলতে নামছে। প্রধান কোচ অস্কার ব্রুজন মনে করেন, যে দলটি তাদের সাম্প্রতিক হতাশাগুলি পিছনে ফেলে এগিয়ে যেতে সক্ষম হবে।

"চলতি মরসুমে আমরা অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমাদের ছেলেদের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে, আমার মনে হয় আরকাদাগের বিরুদ্ধে আমাদের ছেলেরা ভালো খেলবে," ব্রুজন বলেছেন।


You might also like!