Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Game

1 month ago

Angel di Maria: শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরলেন ডি মারিয়া

Argentina footballer Angel di Maria
Argentina footballer Angel di Maria

 

বার্সিলোনা, ৩০ মে : শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে দুই বছরের চুক্তি শেষে আর্জেন্টিনার ক্লাবটিতে যোগ দিলেন ৩৭ বছর বয়সী মারিয়া।ইউরোপে দীর্ঘ ১৮ বছরের অধ্যায় শেষে আবার শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে যোগ দিলেন তিনি। সেই ক্লাবের যুব দলে যোগ দেওয়ার পর সিনিয়র দলেও দুই মরসুম খেলে ২০০৭ সালে রোজারিও ছেড়ে বেনফিকায় যোগ দিয়েছিলেন মারিয়া। রিয়াল মাদ্রিদে কাটান পাঁচ মরসুম। ক্লাবটির হয়ে বেশকিছু শিরোপা জিতেছেন তিনি। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, জুভেন্টাসের মতো ক্লাবে খেলার পর এবার আবার জন্মস্থানে ফিরলেন তিনি। তবে বেনফিকার হয়ে আগামী মাসে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে খেলবেন মারিয়া। এরপর রোজারিও সেন্ট্রালে যোগ দেবেন এই তারকা। পর্তুগিজ ক্লাবটি এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে, ক্লাব বিশ্বকাপে খেলছেন ডি মারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় বৃহস্পতিবার রোজারিওতে ফেরার ঘোষণা করেন মারিয়া।

You might also like!