Game

7 months ago

East Bengal vs Mohun Bagan: কলকাতা থেকে ডার্বি সরল জামশেদপুরে! শেষ মুহূর্তের আলোচনা ক্রীড়া মহলে

Derby from Calcutta to Jamshedpur! Last minute discussion in sports circles
Derby from Calcutta to Jamshedpur! Last minute discussion in sports circles

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডার্বি কলকাতা থেকে সরে যাবে! কানে আসছে এবার বাংলার বাইরে গিয়ে ম্যাচ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল (East Bengal)-মোহনবাগান। আইএসএল সূচির নির্ধারিত দিনে হয়তো জামশেদপুরে খেলতে দেখা যেতে পারে দুদলকে। আগামী ১০ মার্চ আইএসএল ডার্বি হওয়ার কথা ছিল যুবভারতীতে।

কিন্তু তৃণমূলের জনগর্জন সভা ১০ তারিখেই ব্রিগেডে রয়েছে। তাই বিধাননগর পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ১০ মার্চ ডার্বির জন্য নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। পুলিশের তরফে অবশ্য বলা হয়েছে, ১০ মার্চ রবিবারের বদলে সোমবার, ১১ মার্চ ডার্বি আয়োজন করা যেতে পারে। কিন্তু ডার্বির মতো উত্তেজক ম্যাচ হোক সপ্তাহান্তে, এমনটাই এফএসডিএল চায়। ফলে ১১ মার্চ কোনও ভাবেই ইস্ট-মোহন ম্যাচ আয়োজন করতে রাজি হবে না। এদিকে আবার ১৩ মার্চ মোহনবাগানের (Mohun Bagan) ম্যাচ রয়েছে আইএসএলে। সবমিলিয়ে শোনা যাচ্ছে, ডার্বি ম্যাচের দিন পালটানো হবে না।

নির্ধারিত দিনেই ডার্বি আয়োজন করার জন্য এবার বিকল্প কেন্দ্রের কথা ভাবা হচ্ছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, জামশেদপুরে সরিয়ে দেওয়া হবে ডার্বি ম্যাচ। প্রাথমিকভাবে ভুবনেশ্বর ও জামশেদপুরে ডার্বি আয়োজনের কথা শোনা গিয়েছিল। সেই সম্ভাবনাই আরও বাড়ছে বলে খবর। এবারের ডার্বি ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল। যুবভারতীতে খেলা না হলে তাদের প্রথম পছন্দ জামশেদপুর। সূত্রের খবর, জামশেদপুরে ম্যাচ আয়োজন কর‍তে চেয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন লালহলুদ কর্তারা। সব ঠিক থাকলে ১০ মার্চ জামশেদপুরেই খেলা হতে পারে কলকাতা ডার্বি।

You might also like!