Game

2 months ago

Colombia Football President : কোপা আমেরিকা ফাইনাল: হাতাহাতি–কাণ্ডে গ্রেফতার কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি

Colombia Football President (symbolic picture)
Colombia Football President (symbolic picture)

 

নিউইয়র্ক, ১৬ জুলাই : শেষ হয়েছে কোপা আমেরিকার ফাইনাল। ফাইনালে কলম্বিয়াকে এক গোলে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। তবে ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে কলম্বিয়ার উগ্র সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। উগ্র সমর্থকরা বিনা টিকিটে মাঠে ঢুকতে চেয়েছিল। এরফলে ম্যাচের সময় এক ঘন্টা পিছিয়ে দিতে হয়েছিল। সেই ঘটনার জেরে মায়ামির পুলিশ কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন জেসুরুন এবং তার ছেলে রামন জামিল জেসুরুনের পাশাপাশি ২৭ জনকে গ্রেফতার করেছে। কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন জেসুরুন ফিফা কাউন্সিলের সদস্য। মহাদেশীয় এই টুর্নামেন্টে দর্শকদের এমন আচরণের জন্য নিন্দা করেছে কনমেবল।


You might also like!