Game

6 months ago

Rishabh Pant: তবে কি টি-২০ বিশ্বকাপে বাদ ঋষভ? শোরগোল উঠেছে বোর্ড কর্তার মন্তব্য ঘিরে

Rishabh Pant (File Picture)
Rishabh Pant (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ IPL-এ সম্ভবত সবথেকে বড় খবর পেয়েছে দিল্লি ক্যাপিটালস সমর্থকরা। একটা মরশুম চোটের সঙ্গে লড়াই করার পর অবশেষে দলে কামব্যাক করছেন তিনি। NCA থেকে প্রথমে তাঁকে সবুজ সংকেত দেওয়া না হলেও পরে তাঁকে সবুজ সংকেত দেয় NCA। ফলে তাঁর আর খেলতে বাধা রইল না। এবার তিনি দিল্লি ক্যাপিটালসে অধিনায়কত্ব করবেন। IPL খেলার ছাড়পত্র তিনি পাওয়ার পর এবার মনে করা হচ্ছে তিনি টি-২০ বিশ্বকাপে সুযোগ পেতে পারেন।

পন্থকে ফিটনেসের সার্টিফিকেট দেওয়ার পর সমর্থকরা আশা করছেন এবার পন্থ টি-২০ বিশ্বকাপে খেলানো হবে। এই বিষয়টা নিয়ে এবার মুখ খুললেন BCCI কর্তা রাজীব শুক্লা। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন পন্থের টি-২০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর ১৪ মাস ধরে সুস্থ হওয়ার জন্য লড়াই করেছেন ঋষভ পন্থ। NCA-তে সময় কাটিয়েছেন তিনি। এবার তিনি ফিরছেন ক্রিকেটে। দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনি খেলতে নামছেন। তবে তিনি যেই সবুজ সংকেত পেয়েছেন সেটা শুধুমাত্র IPL-এর জন্য। তাঁকে টি-২০ বিশ্বকাপের জন্য সবুজ সংকেত দেওয়া হয়নি।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাজীব শুক্লা একটি সাক্ষাৎকারে বলেন, ‘ঋষভ পন্থকে ফিট ঘোষণা করা হয়েছে ব্যাটিং এবং উইকেট কিপিংয়ের জন্য। ও একটি দুর্ঘটনার কবলে পড়েছিল। BCCI ওকে সাহায্য করার জন্য সবরকম চেষ্টা করেছে এবং ও এবার মাঠে পিরছে। আমরা আশা করছি ও ভবিষ্যতে আরও ভালো পারফর্ম করবে। তবে ওকে নিয়ে বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। এখন ও IPL-এর জন্য তৈরি।’

ঋষভ পন্থ কি ICC টি-২০ তে খেলতে পারবেন?

তিনি যেহেতু IPL-এ খেলার সুযোগ পেয়েছেন তাই তিনি বিশ্বকাপেও খেলতে পারবেন বলে মনে করা হচ্ছে। ফিটনেসের দিক থেকে তাঁর কাছে সবুজ সংকেত থাকলেও তাঁকে পারফর্ম করতে হবে। BCCI জানিয়েছে তারা পন্থকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ। ফলে IPL টা তাঁর কাছে গুরুত্বপূর্ণ। যদি তিনি IPL-এ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেন তাহলে বিশ্বকাপে তাঁর খেলার সম্ভবনা কমবে। কারণ বিশ্বকাপে ইমপ্যাক্ট প্লেয়ার খেলানোর সুযোগ নেই।

ফলে পুরোটাই নির্ভর করবে পন্থের IPL-এর পারফরম্যান্সের উপর। ২৩ তারিখ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। সেখানে দেখা যাবে ঋষভ পন্থকে।


You might also like!