Game

6 months ago

IPL league point table scores: আইপিএলের প্রথম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে বিরাট বদল

Big change in the points table at the end of the first round of IPL
Big change in the points table at the end of the first round of IPL

 

কলকাতা, ২৫ মার্চ : আইপিএলের প্রথম রাউন্ড শেষ। দশটি টিম একটি করে ম্যাচ খেলে ফেলেছে। পয়েন্ট টেবিলে বিরাট বদল হয়েছে। দেখে নেওয়া যাক কোন টিম কোন জায়গায় রয়েছে।

রাজস্থান রয়্যালস:রবিবার লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষস্থানে চলে গেছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। সঞ্জুর দলের নেট রান রেট ১.০০০। পয়েন্ট ২।

চেন্নাই সুপার কিংস: আইপিএলের উদ্বোধনী ম্যাচ জিতে চেন্নাই পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। রাজস্থানের নেট রানরেট বেশি হওয়ায় দ্বিতীয় স্থানে নেমে গেছে চেন্নাই। মহেন্দ্র সিং ধোনিদের নেট রান রেট ০.৭৭৯। পয়েন্ট ২।

পঞ্জাব কিংস:পয়েন্ট টেবলে দুই থেকে তিনে নেমে গেছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। পঞ্জাবের নেট রান রেট ০.৪৫৫। পয়েন্ট ২।

গুজরাট টাইটানস:গতকাল মুম্বইকে হারিয়ে পয়েন্ট টেবলের ৪ নম্বরে জায়গা করে নিয়েছে শুভমন গিলের গুজরাট টাইটানস। গুজরাটের নেট রান রেট ০.৩০০। পয়েন্ট ২।

কেকেআর:শ্রেয়স আইয়ারের কেকেআর পয়েন্ট টেবলের ৩ নম্বর থেকে পাঁচে নেমেছে। কেকেআরের নেট রান রেট ০.২০০। পয়েন্ট ২। 

সানরাইজার্স হায়দরাবাদ: পয়েন্ট টেবলের ছয় নম্বরে রয়েছে তারা। অরেঞ্জ আর্মির নেট রান রেট -০.২০০। এক পয়েন্টও নেই।

মুম্বই ইন্ডিয়ানস:গতকাল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে প্রথম ম্যাচ হেরে আইপিএল শুরু করল মুম্বই ইন্ডিয়ানস। পয়েন্ট টেবলের ৭ নম্বরে তারা। রোহিতদের নেট রান রেট -০.৩০০। পয়েন্ট শূন্য।

দিল্লি ক্যাপিটালস:ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস আপাতত পয়েন্ট টেবিলের ৮ নম্বরে। ওয়ার্নারদের নেট রান রেট -০.৪৫৫। এক পয়েন্টও নেই।

আরসিবি:এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরেছিল আরসিবি। আরসিবির নেট রান রেট -০.৭৭৯। পয়েন্টের খাতা শূন্য।

লখনউ সুপার জায়ান্টস:আপাতত চলতি আইপিএলের পয়েন্ট টেবলের লাস্ট বয় লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। কুইন্টন ডি’ককদের নেট রান রেট -১.০০০। পয়েন্ট শূন্য।


You might also like!