Game

4 months ago

ICC Men's T20 World Cup 2024:'ডি' গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার জন্য লড়াই করবে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা

ICC Men's T20 World Cup 2024
ICC Men's T20 World Cup 2024

 

কলকাতা, ২৮ মে : আর তিনদিন বাদে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। অংশ নিচ্ছে ২০টি দল। এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার জন্য লড়াই হবে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার ও শ্রীলঙ্কার মধ্যে। এই গ্রুপের দলগুলো একনজরে দেখে নেওয়া যাক।

ডি’ গ্রুপ:

বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, নেপাল।

বাংলাদেশ:

নাজমুল হোসেন (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, তানভীর ইসলাম, জাকের আলী, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও তাওহিদ হৃদয়। রিজার্ভ খেলোয়াড়: হাসান মাহমুদ ও আফিফ হোসেন।

শ্রীলঙ্কা:

ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিত আসালাঙ্কা, কুশল মেন্ডিস, পাতুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, মহীশ তিকশানা, দুনিত ভেল্লালাগে, দুষ্মন্ত চামিরা, নুয়ান তুষারা, মাতিশা পাতিরানা ও দিলশান মাদুশঙ্কা। রিজার্ভ খেলোয়াড়: আসিতা ফার্নান্ডো, বিজয়কান্ত ব্যাসকান্ত, ভানুকা রাজাপক্ষে ও জানিত লিয়ানাগে।

দক্ষিণ আফ্রিকা:

এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, বিওর্ন ফরটুইন, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাব্রেইজ শামসি, ট্রিস্টান স্টাবস। রিজার্ভ খেলোয়াড়: নান্দ্রে বার্গার ও লুঙ্গি এনগিডি।

নেদারল্যান্ডস:

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিডি, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্লাসেন, লোগান ফন বিক, ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট, পল ফন মিকেরেন, সিব্রান্ড এঙ্গেলব্রেখট, তেয়া নিদামানুরু, টিম প্রিঙ্গল, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি। রিজার্ভ খেলোয়াড়: কাইল ক্লাইন।

নেপাল:

রোহিত পৌডেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার শাহ, কুশল ভুরতেল, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং ঐরী, ললিত রাজবংশী, করণ কেসি, গুলশান ঝা, সম্পাল কামি, প্রতিস জিসি, সন্দীপ জোরা, অবিনাশ বোহারা, সাগর ঢকাল ও কমল সিং ঐরী।


You might also like!