Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Game

4 months ago

2026 FIFA World Cup: উরুগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে এক পা দিয়ে রাখল আর্জেন্টিনা

Uruguay vs Argentina
Uruguay vs Argentina

 

মন্টে ভিডিও, ২২ মার্চ : লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজের মতো তারকাদের ছাড়াই বিশ্বকাপের বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে আলো ছড়ালো আর্জেন্টিনা। শনিবার ভোরে মন্টেভিডিওতে থিয়াগো আলমাদার গোলে উরুগুয়ের বিরুদ্ধে ৩ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার পথে এক পা দিয়ে রাখলো স্ক্যালোনির শিষ্যরা। এই জয়ে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে শীর্ষে অবস্থান করছে আলবিসেলেস্তেরা। দুইয়ে থাকা ইকুয়েডরের সঙ্গে ৬ আর ৭ তে থাকা বলিভিয়ার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়ালো ১৫।

নিয়মানুযায়ী, কনমেবল থেকে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে ৬ দল। পয়েন্ট টেবিলের ৭ নম্বর দলের তুলনায় ১৫ পয়েন্ট এগিয়ে থাকায় পরের ৫ ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেলেই আর্জেন্টিনা নিশ্চিত করবে ২০২৬ বিশ্বকাপের টিকিট। অথবা বলিভিয়া পয়েন্ট খোয়ালেই নিশ্চিত হয়ে যাবে আলবিসেলেস্তেদের টিকিট। এদিনের ম্যাচে ৪৪ শতাংশ সময় বল দখলে রেখেছিল আর্জেন্টিনা। ১২ শটের ৪টি লক্ষ্যে রাখতে পেরেছিল। গোল পেতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছিল ৬৮ মিনিট পর্যন্ত। মার্চ উইন্ডোতে ২৬ তারিখ আর্জেন্টিনা মুখোমুখি হবে ব্রাজিলের। ম্যাচটি হবে ঘরের মাঠ বুয়েনস এইরেসে। এ ম্যাচে হার এড়ালেই নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার বিশ্বকাপের টিকিট।


You might also like!