Festival and celebrations

11 hours ago

Durga Puja 2024: তিলোত্তমা কাণ্ডে চাঁদার বিলে ‘জাস্টিস’ স্ট্যাম্প কলকাতার এই পুজো কমিটি

Durga Puja 2024
Durga Puja 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  ৯ আগস্ট আর জি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে, তা নাড়িয়ে দিয়েছে সারা বিশ্বকে। প্রত্যেকেই প্রত্যেকের মতো করে প্রতিবাদে নেমেছেন।  এবার পুজোর চাঁদা তুলতে গিয়ে অভিনব প্রতিবাদে সামিল তারা। চাঁদার বিলে স্ট্যাম্প দেওয়া হচ্ছে। লেখা থাকছে, ‘উই ওয়ান্ট জাস্টিস’। পুজো কমিটির অধিকর্তাদের বক্তব্য, বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। সেই পুজো তারা করলেও এবার হচ্ছে না জাঁকজমক। পাশাপাশি বিচারের বার্তাও পৌঁছে দিচ্ছেন তাঁরা।

পুজোর চাঁদার বিলে ‘উই ওয়ান জাস্টিস’ লেখার কারণ হিসেবে তাঁরা বলছেন, এই চাঁদার বিল কম করে এলাকার দুই থেকে আড়াই হাজার মানুষের কাছে পৌঁছে যাবে। ফলে পুজোর আনন্দে আরজি করের তিলোত্তমা যে বিচার পাননি, সেটা মানুষজন ভুলে যাবেন না। অর্থাৎ পুজো তাঁরা পুজো করলেও, তাঁরা চান সাধারণ মানুষ যাতে মানসিকভাবে এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকে। সেই কারণেই চাঁদার বিলে উই ওয়ান্ট জাস্টিস স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হচ্ছে।

আরজি কর কাণ্ডের আবহে রাজ্যের একাধিক ক্লাব রাজ্য সরকারের দেওয়া অনুদান ফিরিয়ে দিয়েছে ইতিমধ্যেই। বিভিন্ন জেলার পুজো কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বাদ যায়নি কলকাতার পুজো কমিটিও।গার্ডেনরিচের ‘মুদিয়ালি আমরা ক’জন’ ক্লাব কর্তৃপক্ষ ৮৫,০০০ টাকা অনুদান ফেরানোর কথা জানিয়েছিল আগেই। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার প্রতি বছরই দুর্গাপুজো কমিটিগুলোকে আর্থিক সাহায্য করে। প্রতি বছর বাড়ছে সেই অনুদানের অঙ্ক। গত বছর এই অনুদানের অঙ্ক ছিল ৭০ হাজার। এবার সেটা বেড়ে হয়েছে ৮৫ হাজার টাকা।

You might also like!