Festival and celebrations

1 year ago

Durga Puja 2023 : পুজোতেও থাকছে বৃষ্টির ভ্রুকুটি জেনে নিন কোন কোন জেলায় থাকছে সতর্কতা?

Durga Puja Weather Forecast (Symbolic Picture)
Durga Puja Weather Forecast (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত দুদিন ধরেই দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। তবে এখানেই শেষ নয়  শুক্রবার ভোর থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দিনভর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, এখন প্রশ্ন আরও ক'দিন চলবে এই বৃষ্টি? 

শুক্রবার সকালে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। তা ঝাড়খণ্ড থেকে সরে যাচ্ছে বিহারের দিকে। বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে একটি মৌসুমি অক্ষরেখা। সে কারণে রাজ্যে বৃষ্টি হচ্ছে।  

বৃষ্টির জেরে এমনিতেই পুজোর কেনাকাটায় যথেষ্ট ভাঁটা পড়েছে, সাথে চিন্তা বাড়ছে পুজো উদ্যোক্তাদেরও। হাওয়া অফিস সূত্রের খবর, শুক্র এবং শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত চলবে বৃষ্টিপাত। ভারী বৃষ্টির  সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে।এর পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 


You might also like!