Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Festival and celebrations

9 months ago

Chattopadhyay's house Durga Pujo: টিকটিকি দেখে বিসর্জন হয় নদিয়ার মাটিয়ারির চট্টোপাধ্যায়ের বাড়িতে! আবাহনেই জেনে নিন কারণ?

Chattopadhyay's house Durga Pujo (Symbolic PIcture)
Chattopadhyay's house Durga Pujo (Symbolic PIcture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ। সকলের সাথে বসে জমিয়ে আড্ডা দেওয়া, খাওয়া-দাওয়া; এককথায় সারা বছরের আনন্দ চেটে পুটে নেওয়াী হল দুর্গাপুজো। আর বনেদি বাড়িতে সেই ছবিটা অনেকটাই দেখা যায়। তেমনি হল নদিয়ার মাটিয়ারী গ্রামের চট্টোপাধ্যায়ের পরিবারের পুজো। এবার এই পুজো ৩০০ বছরে পদার্পণ করল। 

দেবী এখানে দ্বিবাহু বিশিষ্ট। এক হাতে রয়েছে বালক শিব। মায়ের সঙ্গে নেই ছেলেমেয়ে। নেই অসুরও। রূপ অভয়া। প্রথম দিন থেকেই এই রূপেই পুজো হয়ে আসছে বলে জানিয়েছে পরিবার। 

পরিবারের রীতি মেনে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজো হয়। বোধনের দিন ধুনুচি নাচের মাধ্যমে দুর্গা মাকে আহ্বান জানানো হয়। পুজোর বাকি দিনগুলি রীতি রেওয়াজ মেনে পুজো হয়। চট্টোপাধ্যায়ের বাড়ির পুজোর অন্যতম আকর্ষণীয় একটি অংশ হল বিসর্জনের আগে টিকটিকি দেখার প্রথা। যা স্থানীয়দের কাছে এক অদ্ভুত মাহাত্ম্যের নিদর্শন।

দশমীর দিন বিসর্জনের প্রস্তুতি চলার সময় পুরোহিতরা মন্ত্রোচ্চারণের মাধ্যমে মা দুর্গাকে বিদায় জানানোর আগে বিশেষ প্রার্থনা করেন, তখন সাদা টিকটিকি দেখার মুহূর্তটি ঘটতে হয়। সেই টিকটিকি দেখেই প্রতিমা নিরঞ্জনে যায়। অনেকে বিশ্বাস করেন, টিকটিকির উপস্থিতি মা দুর্গার পক্ষ থেকে একটি নিদর্শন যে তিনি সন্তুষ্ট হয়ে ফিরে যাচ্ছেন।

You might also like!